Advertisement
Advertisement

গোয়ার সৈকতে বিকিনি পরে নেটিজেনদের রোষের মুখে রাধিকা

দেখুন সে ছবি।

Radhika Apte trolled for wearing Bikini
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2018 8:55 pm
  • Updated:September 16, 2019 12:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই সাফল্য। অক্ষয় কুমারের পাশাপাশি ‘প্যাডম্যান’-এ নজর কেড়েছেন তিনিও। হিন্দি, ইংরাজি, তামিল মিলিয়ে হাতে আরও একগুচ্ছ ছবি। কয়েকটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কয়েকটির শুটিং এখনও বাকি। সে কাজ সারার আগে কয়েকটা দিন নিজের মতো করে কাটাতে চেয়েছিলেন রাধিকা আপ্টে। বন্ধুদের সঙ্গে পৌঁছে গিয়েছেন গোয়ার সৈকতে। অবসর সময়ের সে মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই বাধল বিপত্তি। বিকিনি পরার জন্য নেটদুনিয়ার একাংশের কটাক্ষের শিকার হতে হল নায়িকাকে।

[জনস্রোতে ভেসে পঞ্চভূতে বিলীন হলেন বলিউডের চাঁদনি]

সূর্যাস্তের মুহূর্ত ছবিটিতে তুলে ধরেছিলেন রাধিকা। যাতে নীল-সাদা বিকিনিতে দেখা যাচ্ছে তাঁকে। সঙ্গে রয়েছে এক বন্ধু। হাতে ওয়াইনের গ্লাস। এ ছবিতেই চটেছেন অনেকে। কেউ নায়িকাকে ভারতীয় সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, কেউ আবার এটা মনে করিয়ে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিশোর-কিশোরীরাও থাকে। তাই তাদের কথা মাথায় রেখে এ ছবি পোস্ট করা উচিত নয় নায়িকার।

15198168865a9690b6c7c1a

15198168965a9690c076bc2

[ট্যাবু ভেঙে প্রকাশ্যে স্তন্যদানের বার্তা, ম্যাগাজিনের প্রচ্ছদের প্রশংসায় নেটিজেনরা]

এতে অবশ্য নায়িকার কোনও হোলদোল নেই। কারণ গোয়ার সৈকতে পাখির সঙ্গে সূর্যাস্ত দেখতে ব্যস্ত তিনি। সে ভিডিও আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।

Sunset with this bird #sunset #sea #soundoftheoceanwaves

A post shared by Radhika (@radhikaofficial) on

[মায়ের সঙ্গে দুর্ব্যবহার, মঞ্চেই মেজাজ হারালেন গায়িকা পলক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement