Advertisement
Advertisement
Rachna Banerjee

‘আমার বাড়িতে কোনও দিন কার্তিক পড়েনি’, আক্ষেপ রচনার!

সংসদীয় এলাকায় আদিবাসী রমণীর সঙ্গে নাচের পর ঠিক কী বললেন সাংসদ-অভিনেত্রী?

Rachna Banerjee on Kartik Puja
Published by: Sandipta Bhanja
  • Posted:November 16, 2024 2:36 pm
  • Updated:November 16, 2024 2:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি সফরে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গণে এদিন আদিবাসী অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে উপস্থিত হয়েই জেলাবাসীকে কার্তিক পুজোর শুভেচ্ছা জানানোর সময়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানার, তাঁর বাড়িতে কখনও কার্তিক পুজো হয়নি। কেন? নেপথ্যের কারণও ফাঁস করলেন সাংসদ-অভিনেত্রী নিজেই।

শনিবার কার্তিক পুজো। কার্তিক পূর্ণিমার আগে অনেকেই বাড়িতেই দেবশিশুর মূর্তি ফেলার চল রয়েছে। আর যে বাড়িতে মূর্তি ফেলা হবে, সেই বাড়িতে পুজোর আয়োজন করতেই হয়। কিন্তু রচনার বাড়িতে কোনওদিন কেউ কার্তিক ফেলেনি। কাজেই অভিনেত্রীর বাড়িতে সেই পুজোর চলও নেই। এদিন দাদপুরে প্রদীপ প্রজ্জ্বলন করে বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির সাংসদ-অভিনেত্রীর সঙ্গে ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রও। অনুষ্ঠানের সূচনার পর মঞ্চ থেকে নেমে তাঁরা আদিবাসী রমণীদের হাত ধরে বাজনার তালে নাচ করেন।

Advertisement

এর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা জানান, জগদ্ধাত্রী পুজোর সময়ে কখনও চন্দননগরে আসা হয়নি। তবে এবার জেলায় তিন তিনটে জায়গার পুজোতে গিয়েছেন তিনি। আগামী বছর থেকে জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে থাকার ইচ্ছেই রয়েছে তাঁরা। তবে এবার বাঁশবেড়িয়ার কার্তিক পুজোতে যাওয়া হবে না বলে আক্ষেপও করলেন তিনি। সেইসময়েই রসিকতা করে রচনার মন্তব্য, “আমার বাড়িতে কোনও দিন কার্তিক পড়েনি।” পাশাপাশি ছেলের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আমার বাড়িতে যে কার্তিক রয়েছে, সে নিজের পুজোর ব্যবস্থা নিজেই করে নেবে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement