Advertisement
Advertisement

Breaking News

Rachana Banerjee

‘ছেলে প্রেম করে?’ ‘দিদি নম্বর ১’ শো’য়ে প্রশ্ন শুনে আঁতকে উঠলেন রচনা! দেখুন ভিডিও

উত্তরে কী বললেন রচনা?

Rachana Banerjee's game show didi number 1 video goes Viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 13, 2022 4:36 pm
  • Updated:December 13, 2022 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন দেখি কী কাণ্ড! কোনওদিন যে এরকম প্রশ্নের মুখে পড়তে হবে তা স্বপ্নেও ভাবেননি রচনা বন্দ্য়োপাধ্যায়। তাও আবার ‘দিদি নম্বর ওয়ানে’র মঞ্চে। এক প্রতিযোগীর প্রশ্ন শুনে রীতিমতো বোমকে গেলেন রচনা। প্রায় পাঁচমিনিট তো একেবারে হতভম্ব! এমন কী প্রশ্ন, যা শুনে এমন অবস্থা রচনার! 

গপ্পোটা হল, দিদি নম্বর ওয়ানে তারকা এলেই তাঁদের প্রেম জীবন নিয়ে নানা প্রশ্ন করতে শুরু করেন রচনা (Rachana Banerjee)। রসিয়ে রসিয়ে তা নিয়ে নানা গল্প, ঠাট্টাও চলে। তবে এবার কোনও তারকা নয়, নিজের ছেলের প্রেম নিয়ে প্রশ্ন আসতেই একেবারে গুগলি খেলেন রচনা। প্রশ্ন শুনে হতবাক অভিনেত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘তোমার যৌন চাহিদা বেশি, কিন্তু কপালে কেউ জোটে না!’ করণকে তীব্র কটাক্ষ মালাইকার]

সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ানে’ হাজির হয়েছিলেন ধারাবাহিকের জনপ্রিয় মুখ সোহেল দত্ত। শোয়ের মাঝে সোহেল হঠাৎই রচনাকে জিজ্ঞেস করে ফেলেন, ‘আপনার ছেলে প্রেম করে?’ সোহেলের এমন প্রশ্ন শুনে একেবারে চমকে যান রচনা। এক ঢোক জল খেয়ে রচনা বলেন, ‘আমার ছেলে তো এখন সবে দশম শ্রেণিতে পড়ে! এরকম একটা প্রশ্ন আমাকে করা হবে তা ভাবিনি কোনওদিন। বড় ধাক্কা খেলাম!’

এই মুহূর্তে কাতারে রয়েছেন রচনা। চোখ রাখবেন বিশ্বকাপেও। কাজের ব্যস্ততা থেকে সুযোগ পেলেই ছুটি কাটাতে বেড়িয়ে পড়েন রচনা। তাঁর কথায়, ভাল থাকার এটাই তাঁর থেরাপি। রচনার সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে রচনার ভ্রমণ প্রেম চোখে পড়ে। কিন্তু এত সবের মাঝে ছেলেকে সময়ও দেন অভিনেত্রী। তবে ছেলের প্রেমের প্রসঙ্গ উঠতেই একেবারে হতবাক রচনা!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

[আরও পড়ুন: তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি, শুধু তোয়ালে পরে মর্নিং ওয়াকে টাইগার শ্রফ! ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement