Advertisement
Advertisement
Rachana Banerjee

শুধু শাড়ি বিক্রি নয়, আরও এক নতুন ব্যবসা শুরু করলেন রচনা, পোস্ট করলেন বুকিং নম্বর

রচনার নতুন ব্যবসা নিয়ে হইচই নেটদুনিয়ায়।

Rachana Banerjee starts her beauty product Business | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 6, 2023 2:25 pm
  • Updated:July 6, 2023 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দিদি নম্বর ওয়ান। বড়পর্দা থেকে ছোটপর্দায় এসে জনপ্রিয়তা যেন দ্বিগুণ করে ফেলেছেন অভিনেত্রী ও সঞ্চালক রচনা বন্দ্য়োপাধ্যায়। তারপর কয়েক বছর আগে শাড়ির ব্যবসাও শুরু করেন রচনা। অভিনেত্রী হয়ে শাড়ির ব্যবসা করায় নানা কটাক্ষও শুনতে হয়েছিল রচনাকে। তবে এসবকে পাত্তা দেননি তিনি। বরং এগিয়ে গিয়েছেন নিজের পছন্দে। আর এবার নতুন ব্যবসায় হাত দিলেন রচনা। শুরু করলেন নিজের বিউটি প্রোডাক্ট। নাম রাখলেন ‘রচনা কেয়ার’। সম্প্রতি শহরে হয়ে গেল রচনা কেয়ারের প্রোডাক্ট লঞ্চ অনুষ্ঠান। আপাতত, ৬ টি প্রোডাক্ট বাজারে আনছেন রচনা। যার মধ্যে রয়েছে, ডে ক্রিম, নাইট ক্রিম, ফেসওয়াশ, অ্যালোভেরা জেলের মতো বিউটি প্রোডাক্ট। অনলাইনেও কিনতে পারবেন রচনার প্রোডাক্ট।

Advertisement

এই প্রোডাক্ট নিয়ে রচনা জানিয়েছেন, একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই প্রোডাক্টগুলো। তাই ত্বকের ক্ষতি হওয়ার প্রশ্নই ওঠে না। সব বয়সের মানুষই এই প্রসাধনী ব্যবহার করতে পারবেন।

[আরও পড়ুন: রানি না পিকু, বাঙালি মেয়ে সাজে কে কাকে টেক্কা দিল? আলিয়া-দীপিকা ভক্তদের তরজা]

শাড়ির ব্যবসা শুরু করার সময় রচনা জানিয়ে ছিলেন, ‘বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। গত ২০ বছর ধরে আমি আপনাদের জন্যই রচনা বন্দ্য়োপাধ্যায় হয়েছি। আপনাদের অনেকেরই মনে হচ্ছে আমি কেন শাড়ি বিক্রি করছি ? কেন আমি বুটিক খুললাম? এর মূল কারণ হল, আমাকে অনেকেই বলেছিলেন, অভিনয়, দিদি নাম্বার ওয়ান, ছেলেকে মানুষ করা এবং সংসারের পাশাপাশি এমন কিছু করতে যাতে, সাধারণের সঙ্গে আরও বেশি যোগাযোগ স্থাপন করতে পারি। আর সেই কারণেই এই বুটিক। সেই কারণেই অনলাইনে শাড়ির ব্যবসা।’

[আরও পড়ুন: ‘আমার অবস্থাও সুশান্ত সিং রাজপুতের মতো হত…’, রাজকে খোঁচা দিয়ে বিস্ফোরক রাহুল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement