Advertisement
Advertisement

Breaking News

নরেন্দ্র মোদি

‘বিষধর সাপ পাঠাব’, ভিডিও পোস্ট করে মোদিকে হুমকি পাক অভিনেত্রীর

দেখুন ওই ভিডিও।

Rabi threatens to India PM Narendra Modi through a video
Published by: Sandipta Bhanja
  • Posted:September 4, 2019 5:59 pm
  • Updated:September 6, 2019 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   ইন্দো-পাক সম্পর্কের অস্থিরতা দিন দিন জটিল আকার ধারণ করছে। দু’দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটুকু পর্যন্ত বর্তমানে তলানিতে গিয়ে ঠেকেছে। আর ঠিক এই অবস্থাতেই ভারতীয় প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানের এক অভিনেত্রী। উপহার হিসেবে মোদিকে পাঠাবেন বিষধর সাপ! সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও প্রকাশ করে এভাবেই সরাসরি হুমকি দিলেন মোদিকে।  

শুনে অবাক লাগলেও, বিষধর সাপ পাঠিয়ে পাক অভিনেত্রীর মোদিকে সরাসরি হুমকি দেওয়ার বিষয় নিয়ে বেজায় উত্তেজনা ছড়িয়েছে নেটদুনিয়ায়। নরেন্দ্র মোদিকে সরাসরি হুমকি! তাও আবার পাক অভিনেত্রীর। পালটা ওই অভিনেত্রীকেও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। পাকিস্তানের ওই অভিনেত্রীর নাম রবি পীরজাদা।

Advertisement

[আরও পড়ুন: গণেশ বিসর্জনের রাতে রাস্তায় চরম নাচ সল্লুর, দেখুন ভাইরাল ভিডিও]

হঠাৎ কেন মোদিকে হুমকি দিতে গেলেন রবি? আসলে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলুপ্তিকরণে বেজায় চটেছেন পাকিস্তানের খ্যাতনামা অভিনেত্রী রবি পীরজাদা। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করেই মোদি সরকারের প্রতি তার রাগ। রবির ওই ভিডিওতেও একাধিক ভারতবিদ্বেষী মন্তব্য রয়েছে। পাশাপাশি কাশ্মীরকে যে তাঁরা পাকিস্তানের কাছ থেকে কিছুতেই ছিনিয়ে নিতে দেবেন না, এমনটা বলেও ভারতীয়দের সাবধান করে দেন রবি। 

“ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন!”

এখানেই শেষ নয়। আরও বলতে গিয়ে আলটপকা মন্তব্য করে বসেন ওই পাক অভিনেত্রী। তাঁর কথায়, ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন! নাহলে ভারতের সীমান্তে গিয়ে এই সাপ এবং কুমীরগুলিকে ছেড়ে দিয়ে আসব। ভারতীয়রা যাতে এবার নরকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, সেই কথাও ভিডিওতে বলতে শোনা যায় রবি পীরজাদাকে। 

[আরও পড়ুন: মোদির ডাকে সাড়া দিলেন বরুণ, গড়লেন প্লাস্টিকমুক্ত ছবির সেট]

প্রসঙ্গত, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় বিতর্ক। দুই দেশের প্রতিটি ক্ষেত্রেই সম্পর্কের অবনতি ঘটতে থাকে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা কেন বিলোপ করা হয়েছে, সেই প্রশ্নও তুললেন পাকিস্তানি অভিনেত্রী রবি পিরজাদা। সেই সঙ্গে সাপ এবং কুমীর নিয়ে ভারতীয়দের উপর আক্রমণের হুমকিও দিয়েছেন তিনি। 

দেখুন সেই ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement