Advertisement
Advertisement

Breaking News

Aamar Boss Trailer

‘বদমেজাজি বস’কে ঠান্ডা করার দাওয়াই দিয়ে নেটপাড়ায় ‘হিট’ রাখি, রাতারাতি ট্রেন্ডিং ‘আমার বস’-এর ট্রেলার

'আমার বস' মা-ছেলের গল্প, নাকি মা বনাম ছেলের গল্প?

Raakhee Gulzar, Shiboprosad starrer Aamar Boss Trailer trending
Published by: Sandipta Bhanja
  • Posted:April 26, 2025 2:44 pm
  • Updated:April 26, 2025 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বস মানেই কি বদরাগী, অত্যাচারী, দুর্মুখ? আপনার ভালোমন্দ বুঝতে চান না? কাজের চাপে রোজ নাকাল হচ্ছেন? পরিবারের জন্য বরাদ্দ সময়ও কি অফিস কেড়ে নিচ্ছে? ‘আমার বস’-এর ঝলকে এমন বসদের ঠান্ডা করার দাওয়াই দেখালেন ‘সবার বস’ রাখি গুলজার। শুক্রবার সন্ধেবেলা মুক্তি পেয়েছে উইন্ডোজ-এর বহু প্রতীক্ষিত সিনেমার ট্রেলার। একে দীর্ঘ বাইশ বছর পর রাখি গুলজারের বাংলা ছবিতে প্রত্যাবর্তন, উপরন্তু ‘খিটখিটে বসে’র ভূমিকায় বাস্তবের শান্ত স্বভাবের শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মা-ছেলের রসায়ন পর্দায় কেমন জমবে? দেখার জন্য মুখিয়ে ছিলেন বাঙালি দর্শক-অনুরাগীরা। তার ছোট্ট ঝলক দেখিয়েই নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন পরিচালক নন্দিতা রায়। ইউটিউবে রাতারাতি ট্রেন্ডিং ‘আমার বস’-এর ট্রেলার।

Advertisement

পয়লা ঝলকেই দেখা গেল কীভাবে অফিসের রাগী বস অনিমেষ গোস্বামীকে (শিবপ্রসাদ) ঠান্ডা করে দেন মা শুভ্রা গোস্বামী (রাখি গুলজার)। যাঁর ভয়ে অধঃস্তন কর্মীরা সর্বক্ষণ সকলে তটস্থ হয়ে থাকেন, সেখানে মা শুভ্রা একেবারে সাক্ষাৎ দেবদূতের মতো অবতরণ করে অফিসের পরিবেশ হালকা করে দেন। মহিলা কর্মীদের ব্যক্তিগতজীবন নিয়ে উপদেশ দেওয়া থেকে তাঁদের সঙ্গে ভিক্টোরিয়ার সামনে ফুচকা খেতে যাওয়া, প্রকৃত অর্থে শুভ্রাই হয়ে ওঠেন ‘আসল বস’। বাড়িতেও কি অনিমেষ এতটাই রাগী? সেখানে অবশ্য মায়ের কাছে জব্দ সে। একেবারে মা নিবেদিতপ্রাণ ছেলে বলতে বোঝায়। যতটা যত্নশীল, ততটাই বাধ্য। কখনও ভালোবেসে মাকে খাইয়ে দেয়, আবার কখনও মজার মুহূর্তগুলো ভাগ করে নেয় মায়ের সঙ্গে। তবে কর্মক্ষেত্রে কর্মীদের তিরস্কার করতে দু’ বার ভাবে না সে। এমনকী চাকরি থেকে বের করে দিতেও না! শুধু তাই নয়, এই ছবির ট্রেলারে বিশেষ করে নজর কাড়ল বৃদ্ধ মা-বাবাদের জন্য ডে কেয়ারিংয়ের ব্যবস্থাপনা। দেখা যায়, অনিমেষের অফিসের কর্মীরা সকলেই তাঁদের মা-বাবাদের নিয়ে চিন্তিত থাকেন। আর এমন কঠিন পরিস্থিতিতেই মুশকিল আসান-এর বুদ্ধি বাতলে দেন রাখি গুলজার। শুভ্রার পরামর্শেই ছেলে অনিমেষের প্রকাশনী সংস্থার অফিস হয়ে ওঠে বয়স্কদের জন্য ‘ডে কেয়ার হোম’।

আসলে নন্দিতা-শিবপ্রসাদের ফিল্মোগ্রাফির উপর চোখ রাখলে বোঝা যায় যে, তাঁদের প্রত্যেকেটা ছবিই সমাজের আস্ত বাস্তব দলিল। আর ইউএসপি? সিনেমার জটিল ব্যাকরণের ধাঁধায় না গিয়ে সহজ-সরল ন্যারেটিভই পরিচালকদ্বয়ের সম্বল। অতিনাটকীয়তা, কাকতালীয় বিষয়, যুক্তিবুদ্ধির মারপ্যাঁচ বর্জিত আবেগঘন দৃশ্যায়ণ। যা দেখে বক্সঅফিসের মার্কশিটেও ফুলমার্কস বসিয়ে এসেছেন দর্শকরা। খবরের কাগজে পড়া কোনও প্রতিবেদন হোক কিংবা লোকমুখে প্রচারিত কোনও গল্প, সেসবের মজ্জায় ঢুকে বরাবর কন্টেন্ট সাজিয়ে আসছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উইন্ডোজ-এর প্রতিটি কাজে কন্টেন্টই আসল ‘কিং’। বাড়ির বা আশেপাশের গল্প যখন রুপোলি পর্দায় ম্যাজিক তৈরি করে, তা উপভোগ করতে যে দর্শকরা বারবার হলমুখো হবেন, সেটাই স্বাভাবিক। তাই কলকাতা টু মফঃস্বল সব হলেই হাউজফুল বোর্ড ঝোলাতে সক্ষম তাঁরা বছর খানের ধরে। এবারেও যে তার অন্যথা হবে না, সোশাল মিডিয়ার সাড়া দেখেই তা বেশ আন্দাজ করা গেল।

উল্লেখ্য, রিলিজের ২৪ ঘণ্টার মধ্যে ট্রেন্ডিংয়ের ন’ নম্বরে জায়গা করে নিয়েছে নন্দিতা-শিবপ্রসাদের ছবির ট্রেলার। তাহলে বদমেজাজি অনিমেষকে জব্দ করতে ‘বস’ শুভ্রা ওরফে রাখি গুলজার কোন ফন্দি আঁটবেন? জানতে হলে অপেক্ষা করতে হবে ৯ মে অবধি। কারণ সেদিনই প্রেক্ষাগৃহে আসছে নন্দিতা রায় পরিচালিত ‘আমার বস’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub