Advertisement
Advertisement
Allu Arjun

হলিউডেও এবার ‘পুষ্পা’ ম্যাজিক, সুপারহিরোর চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুনকে!

বলিউডের ছবিতেও নাকি দেখা যাবে আল্লু অর্জুনকে।

'Pushpa' Star Allu Arjun To Make Hollywood Debut With A Marvel Or DC Movie | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 31, 2022 4:54 pm
  • Updated:August 31, 2022 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডার বলিউড এন্ট্রি ‘লাইগার’ বক্স অফিসে একেবারে মুখ থুবরে পড়ল। আর অন্যদিকে, দক্ষিণের আরেক সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ম্যাজিক ছড়িয়ে পড়ল সুদূর হলিউডে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এবার হলিউডে পাড়ি দিতে চললেন আল্লু অর্জুন। নতুন খবর অনুযায়ী, হলিউডের মার্বেল ও ডিসির প্রযোজক সংস্থার সঙ্গে নাকি ইতিমধ্যেই আলোচনা হয়েছে আল্লুর। সূত্রের খবর অনুযায়ী, এই দুই সংস্থাই তাঁদের নতুন সুপারহিরোর জন্য বেছে নিয়েছে আল্লু অর্জুনকে (Allu Arjun)। সূত্র বলছে, আল্লু অর্জুনকে নাকি নতুন ছবির চিত্রনাট্য পাঠানো হয়েছে এই দুই সংস্থার তরফ থেকে । আল্লু দুটি চিত্রনাট্য পড়ে দেখছেন। তবে এখনই এ ব্যাপারে সবুজ সংকেত দেখাননি। তবে এই নিয়ে সংবাদমাধ্যমের কাছেও কিছুই জানাতে চাননি আল্লু।

প্রসঙ্গত, ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ফিল্মফেয়ারে সেরা রণবীর সিং, কৃতী স্যানন ও ভিকি, দেখে নিন পুরস্কার প্রাপকদের তালিকা]

জানা গিয়েছে, আল্লু অর্জুনের (Allu Arjun) লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’ ছবিতে। যা কিনা এই ছবির বড় চমক হতে পারে।

প্রসঙ্গত, সঞ্জয়লীলা বনশালির নতুন ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন। শুধু তাই নয়, যে ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল বনশালির সবচেয়ে প্রিয় অভিনেতা রণবীর সিং। সেই ছবিতেই নাকি রণবীরকে সরিয়ে আল্লু অর্জুনকে কাস্ট করছেন বনশালি।

Allu Arjun likely to shoot for ‘Pushpa 2’ in rural Bengal

এই খবর রটে যায় আল্লু অর্জুনের মুম্বইতে পা রাখার পর থেকেই। মুম্বইতে এসে বেশ কয়েকবার বনশালির সঙ্গে দেখাও করেছেন আল্লু অর্জুন। আর তারপর থেকেই বলিউডের গুঞ্জনে ঢুকে পড়েছে আল্লু অর্জুনের বলিউডে ছবিতে অভিনয় করার খবর।

[আরও পড়ুন: হাজতে গিয়েই বুকে ব্যথা! হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিনেতা কমল আর খানকে ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement