Advertisement
Advertisement

Breaking News

Pushpa

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ২০ লক্ষ টাকা লুট! ‘পুষ্পা’ খ্যাত অভিনেতার নামে দায়ের অভিযোগ

অভিনেতার তরফ থেকে এই নিয়ে কোনও বিবৃতি পাওয়া যায়নি।

Pushpa actor Shri Tej accused of exploiting woman under pretence of marriage
Published by: Akash Misra
  • Posted:November 26, 2024 7:44 pm
  • Updated:November 27, 2024 1:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বহুবছর ধরেই সহবাসে লিপ্ত হয়েছেন ‘পুষ্পা’ ছবি খ্য়াত তেলুগু অভিনেতা শ্রী তেজ। এমনকী, বিয়ের করার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক সুবিধাও নাকি নিয়েছেন তিনি। অভিনেতার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করলেন এক মহিলা।

মহিলার অভিযোগ, প্রেম করার ভান করেছিল শ্রী তেজ। এমনকী, বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ব্যক্তিগত কাজে ২০ লক্ষ টাকা নিয়েছিল। তবে সে টাকাও ফেরত দিচ্ছেন না। উলটে এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। মহিলার দাবি, গত এপ্রিল মাসেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু অভিনেতার পরিবার কথা দিয়েছিল তাঁরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবেন। কিন্তু তা না হওয়ার কারণেই নতুন অভিযোগ।

Advertisement

প্রসঙ্গত, ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার শীতকালীন বক্স অফিসে ঝোড়ো হাওয়া দেখার পালা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement