Advertisement
Advertisement

Breaking News

Pushpa 2 The Rule Bengali Trailer

‘পুষ্পা দ্য রুল’-এর বাংলা ট্রেলারেও দাবানল! গান, সংলাপ লেখার অভিজ্ঞতা শোনালেন শ্রীজাত

'শত পুষ্পা বিকশিত হোক', বলছেন সংলাপ লেখক শ্রীজাত।

Pushpa 2 The Rule Bengali Trailer set fire, Srijato shares experience
Published by: Sandipta Bhanja
  • Posted:November 18, 2024 9:40 am
  • Updated:November 18, 2024 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২: দ্য রুল’। রবিবার ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় ঝড়! হিন্দি এবং দক্ষিণী ভাষার ট্রেলারের পাশাপাশি বেড়ে খেলেছে বাংলা ভাষার ঝলকও। মাত্র ১৩ ঘণ্টাতেই ৪ লক্ষ ১৩ হাজারের বেশি দর্শক দেখে ফেলেছেন ‘পুষ্পা দ্য রুল’-এর বাংলা ট্রেলার। বিগ বাজেট দক্ষিণী সিনেমার বাংলায় গান এবং সংলাপ লেখার অভিজ্ঞতা কেমন ছিল? শোনালেন শ্রীজাত।

শীতের আরমোড়া ভাঙা শহরে সাত-সকালেও চর্চার শিরোনামে ‘পুষ্পা দ্য রুল’ -এর বাংলা ট্রেলার (Pushpa 2 The Rule Bengali Trailer)। কেউ সংলাপ খুঁটিয়ে পড়ে ভুল বের করছেন তো কেউ বা আবার পুষ্পার মুকে বাংলা সংলাপ শুনে উচ্ছ্বাস প্রকাশ করছেন। ট্রেলারের সংলাপের মতোই দাবানল ছড়িয়ে পড়েছে যেন। কতটা চ্যালেঞ্জিং ছিল অন্য ভাষার সিনেমার গোটা সংলাপ নিজের ভাষায় অভিব্যক্তি-সহ সময় মেপে লেখাটা? শ্রীজাতর মন্তব্য, ‘খুবই কঠিন কাজ, যে একবার না করেছে, তার পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। সম্পূর্ণ অন্য ভাষার ভাব ও প্রকাশভঙ্গিকে সময়সীমা মাথায় রেখে নিজের ভাষায় অকৃত্রিমভাবে সাজানোর কাজ যথেষ্ট ঝামেলার। এ নিয়ে পরে একখানা লম্বা রচনাও লেখা যেতে পারে।’

Advertisement

ফেসবুক পোস্টে কবি লিখেছেন, ‘কেবল সবকটা গান লিখেই ছুটি হয়নি আমার, উলটে গোটা ছবির সংলাপ লেখার গুরুভারও এসে চেপেছিল কাঁধে। আপাতত জানাই, ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার এসে গিয়েছে এবং ইতিমধ্যেই হালকা ঠান্ডা বাতাসে আগুনের আঁচ ছড়িয়েছে। দিনরাত এক করে কাজ শেষ করেছি আমরা। বলা দরকার, জেনেসিস ফিল্মস-এর তত্ত্বাবধানে, শৌর্য ও তার তরুণ তুর্কিদের তৎপরতায় এই কাজ শেষমেশ সম্ভব হল। খুব অন্যরকম একখানা অভিজ্ঞতা সব মিলিয়ে, সেসব গুছিয়ে লিখব কখনও। এখন বাংলা ট্রেলার রইল। আরও নানান ভারতীয় ভাষায় পুষ্পা-২ আসছে শিগগির। যাকে বলে, শত পুষ্পা বিকশিত হোক!’

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’, এই সংলাপ মাতিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় বুঁদ ছিলেন সিনেপ্রেমীরা। এখন ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির অপেক্ষা। টিজারেই সাড়া ফেলে দিয়েছিল। রবিবার পাটনার গান্ধী ময়দানের বিগ বাজেট অনুষ্ঠানে প্রকাশ্যে আনা হল ট্রেলার। এবার চন্দন দস্যুর ব্যবসার জাল কীভাবে বাজার কাঁপাবে, সেই অশ্বমেধ যজ্ঞের ঝলক দেখা গেল ট্রেলারে। সিক্যুয়েলে পুষ্পা বিবাহিত। প্রেমিকা শ্রীবল্লির সঙ্গে সংসার পেতেছে। তার মাঝেই ভয়ানক সব কাণ্ডকারখানা তার। রশ্মিকা-আল্লুর রোমান্টিক মুহূর্তের ঝলকও দেখা গেল। আল্লু অর্জুন আগেরবারের মতোই দাপুটে। বরং এবার আরও ভয়ানক, তা বলাই বাহুল্য! তবে গোটা ট্রেলারে যিনি চমকে দিলেন, তিনি ফাহাদ ফসিল। পুলিশ অফিসারের চরিত্রে নজর কাড়লেন তিনি। প্রথম ছবিতে দুই তারকার সম্মুখ সমরের আভাস মিলেছিল। এবার চোর-পুলিশ ইঁদুর দৌড় দেখা যাবে পর্দায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement