সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুতেই বোম ফাটাল ‘পুষ্পা ২’। প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে পুষ্পার ঝুলিতে ৫০ কোটি টাকা! ১০ লাখ টিকিট বিক্রিতে ‘পুষ্পা’ ঝড়ের শুরু দেশজুড়ে। এই ছবির তেলুগু ২ ডি ভার্সান অগ্রিম বুকিংয়ে ব্যবসা করেছে ১৭.১৬ কোটি টাকা। এবং পুষ্পা ২- হিন্দি ভার্সান অগ্রিম বুকিংয়ে ঘরে তুলেছে ১২ কোটি টাকা। অন্যদিকে, তামিল ভার্সানে ৮২.৪ লাখ এবং মালায়লম ভার্সান ১.২ কোটি টাকা ঘরে অগ্রিম বুকিংয়ে ঘরে তুলেছে।
তবে চমক রয়েছে আরও। ‘পুষ্পা ২’ ছবির মুক্তির আগেই জানা গেল, খুব শীঘ্রই আসবে ‘পুষ্পা ৩’। রেসুল পুকুট্টির একটি ছবি পোস্ট করার পরই এ খবর প্রকাশ্য়ে আসে। রেসুল যে ছবিটি পোস্ট করেছেন, তার ব্যাকগ্রাউন্ডেই স্পষ্ট হয়েছে ‘পুষ্পা ৩’-এর পোস্টার।
প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার শীতকালীন বক্স অফিসে ঝোড়ো হাওয়া দেখার পালা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.