Advertisement
Advertisement

Breaking News

Pushpa 2

শুধু রশ্মিকা নন, ‘পুষ্পা ২’ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটিতে আরেক নায়িকাও! জানেন কে?

ইতিমধ্যে আল্লু অর্জুনের সঙ্গে শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।

Pushpa 2: A spicy number featuring THIS actress | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 26, 2022 5:03 pm
  • Updated:December 26, 2022 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা টু’ কবে আসবে তা নিয়ে বহুদিন থেকেই উত্তেজনা তুঙ্গে। কিন্ত এরই মাঝে এল ‘পুষ্পা ২’ নিয়ে নতুন খবর। নতুন ‘পুষ্পা’তে এবার আর দেখা যাবে না সামান্থা প্রভুকে। বরং এই জায়গায় এবার এন্ট্রি নিল দক্ষিণের নতুন এক নায়িকা! কে সে?

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা ২’ (Pushpa 2) ছবিতে সামান্থার জায়গায় আসছেন অনসূয়া ভরদ্বাজ। শোনা যাচ্ছে, শুধু একটি গানে নয়, অনসূয়া অভিনয় করবেন আল্লু অর্জুন ও রশ্মিকার পাশাপাশি। খবর অনুযায়ী, হায়দরাবাদের জঙ্গলে ছবির প্রথম দফার শুটিং হয়ে গিয়েছে।

Advertisement

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি! ‘ ‘পুষ্পা’ ছবিতে বুঁদ ছিল গোটা দেশ। তাঁর এক সংলাপ, ‘পুষ্পা’ (Pushpa) স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশি। ‘পুষ্পা’ দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে ছিল কবে আসবে এই ছবির দ্বিতীয়ভাগ। সেই অপেক্ষার অবসান হয়তো ঘটবে শীঘ্রই। ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে ‘পুষ্পা টু’ (Pushpa 2: The Rule) ছবির শুটিং।

[আরও পড়ুন: রশিদ খানের চালক হেনস্তার ঘটনায় পুলিশকে ক্লিনচিট, বিভাগীয় তদন্তের রিপোর্টে নয়া তথ্য ]

ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

জানা গিয়েছে, আল্লু অর্জুনের (Allu Arjun) লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’ ছবিতে। যা কিনা এই ছবির বড় চমক হতে পারে।

[আরও পড়ুন: দীপিকার মেজাজে অপরাজিতা আঢ্য, নাচলেন ‘বেশরম রং’ গানে, দেখুন ভিডিও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement