Advertisement
Advertisement
Punjabi Singer Diljaan

ভয়াবহ পথ দুর্ঘটনা, মাত্র ৩১ বছরেই প্রাণ হারালেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক

শোকপ্রকাশ করে টুইট পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের।

Punjabi Singer Diljaan died in car accident near Amritsar early on Tuesday morning | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 30, 2021 4:14 pm
  • Updated:March 30, 2021 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ পাঞ্জাবি গায়ক দিলজানের (Diljaan)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে অমৃতসরের (Amritsar) কাছে জানদিওয়ালা এলাকায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে দিলজানের গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩১ বছরের যুবক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অমৃতসর-জলন্ধর জি টি রোডের (Amritsar-Jalandhar GT Road) উপর দিয়ে প্রচণ্ড গতিতে যাচ্ছিল দিলজানের গাড়ি। গায়কের বাড়ি করতারপুরে (Kartarpur)। সেখান থেকেই অমৃতসরের দিকে যাচ্ছিলেন তিনি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনে অংশ। দিলজানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: ঋণে জর্জরিত সায়ন্তিকা ৪৩ লক্ষ টাকার মার্সিডিজের মালকিন, নগদ সম্পত্তি কত জানেন?]

৩১ বছরের গায়কের উত্থান রিয়ালিটি শোয়ের হাত ধরে। তারপর থেকে বিভিন্ন শোয়ের গান গেয়ে তুমুল জনপ্রিয় হয়েছেন। দিলজানের স্ত্রী ও কন্যা কানাডায় থাকে বলে জানা গিয়েছে। আপাতত গায়কের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দিলজিতের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন পাঞ্জাবি সংগীত জগতের একাধিক তারকা। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও (Captain Amarinder Singh)। দিলজানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি পথ দুর্ঘটনায় এমন এক প্রতিভাকে হারানো দুঃখজনক বলেও জানিয়েছেন।

[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বড়পর্দায় ফিরছেন উত্তমকুমার! স্বয়ং মহানায়ককেই দেখা যাবে অভিনয় করতে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement