Advertisement
Advertisement

Breaking News

Pulkit Kriti Wedding

সাত পাকে বাঁধা পড়লেন পুলকিত-কৃতী, বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে

ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সাক্ষী রেখেই বিয়ে করলেন বলিউডের তারকাজুটি।

Pulkit Samrat-Kriti Kharbanda are now married, first wedding pics

ছবি : ইনস্টা

Published by: Sandipta Bhanja
  • Posted:March 16, 2024 2:30 pm
  • Updated:March 16, 2024 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত জানুয়ারি মাসে আচমকাই বাগদান সেরে ফেলেছিলেন পুলকিত সম্রাট ও কৃতী খরবন্দা। তবে বিয়ের আয়োজনে কোনও খামতি রাখলেন না বলিউডের তারকাজুটি। ১৫ মার্চ দুই পক্ষের একেবারে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সাক্ষী রেখেই সাত পাকে বাঁধা পড়লেন পুলকিত-কৃতী।

গুঁরগাওয়ের এক বিলাসবহুল হোটেলে বসেছিল পুলকিত-কৃতীর বিয়ের আসর। ফুলেল সাজে সেজে উঠেছিল ছাদনাতলা। এই বিশেষ দিনের জন্য কনে কৃতী বেছে নিয়েছেন গোলাপি লেহেঙ্গা। আর বর পুলকিতকে দেখা গেল কনট্রাস্ট পেস্তা রঙের পাঞ্জাবিতে। স্ত্রীয়ের হাত ধরেই ছাদনাতলা অবধি এলেন ফুকরে অভিনেতা। ছাদনাতলায় কৃতীর কপালে চুমুও এঁকে দিলেন পুলকিত। সম্প্রতি তাঁদের বিয়ের কার্ডও ভাইরাল হয়েছিল।

Advertisement

পুলকিত-কৃতী তাঁদের প্রেম নিয়ে কোনওদিন রাখঢাক করেননি। একসঙ্গে ছবিও পোস্ট করতেন। গত জানুয়ারি মাসের শেষের দিকে আচমকাই বাগদান সেরে ফেলেন তারকা যুগল। জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’র মাধ্যমে অভিনয় সফর শুরু করেন পুলকিত। ২০১২ সালে তাঁর প্রথম সিনেমা ‘বিট্টো বস’ মুক্তি পায়। তখন থেকেই নাকি সলমন খানের পাতানো বোন শ্বেতা রোহিরার সঙ্গে পুলকিতের প্রেম ছিল। ২০১৪ সালের ৩ নভেম্বর পুলকিত-শ্বেতার বিয়ে হয়। তবে সেই বিয়ে টেকেনি! ঠিক এক বছরের মাথাতেই ২০১৫ সালের নভেম্বর মাসে দুজনের ডিভোর্স হয়। শ্বেতার সঙ্গে বিচ্ছেদের পর ‘সনম রে’ সিনেমার সহ-অভিনেত্রী ইয়ামি গৌতমের প্রেমে পড়েন পুলকিত। ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপরই কৃতী খারবান্দার সঙ্গে সম্পর্কে জড়ান পুলকিত শর্মা। শুক্রবার বছর খানেকের প্রেমের পরিণয় ঘটল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement