Advertisement
Advertisement

আমার দুগ্গা: ছোটবেলার পুজো মানেই ভিড় করে আসা ম্যাডক্সের স্মৃতি

ছোটবেলার পুজোর কথা শুনে নিন সৃজিতের মুখেই, দেখুন ভিডিও৷

Puja means Maddox Square, says filmmaker Srijit Mukherji
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2017 10:31 am
  • Updated:September 29, 2019 6:59 pm

নতুন জামার গন্ধ। পুজোসংখ্যার পাতায় নয়া অভিযান। শরতের নীল-সাদা মেঘের ভেলায় পুজোর ছুটির চিঠি। ছোটবেলার পুজোর গায়ে এরকমই মিঠে স্মৃতির পরত। নস্ট্যালজিয়ার ঝাঁপি খুললেন সৃজিত মুখোপাধ্যায়

আমি ভবানীপুরের ছেলে৷ ওখানেই জন্ম, বড় হওয়া৷ সে সময় আমাদের কোনও নিজস্ব পুজো ছিল না৷ মানে হাউজিংয়ে যেরকম নিজেদের পুজো হয়, সেরকম কিছু ছিল না৷ ফলে ছোট-বড় মণ্ডপ, বারোয়ারি পুজোয় ঘুরে ঘুরেই ঠাকুর দেখতাম ছোটবেলায়৷ এই পর্বে সবথেকে বেশি স্মৃতি জমা হয়ে আছে ম্যাডক্স স্কোয়ারকে ঘিরে৷ বাড়ির একদম কাছেই ছিল৷ আর ম্যাডক্সের পুজো যেমন জমজমাট, ওখানের স্মৃতিও সেরকম টাটকা৷

Advertisement

আমার দুগ্গা: মণ্ডপের বাঁশ বেয়ে ওঠা ছিল আমাদের খেলা ]

ছোটবেলার পুজো মানেই তো মা-বাবার সঙ্গে ঘুরে বেড়ানো৷ একটু বড় হওয়ার পর বন্ধুদের সঙ্গে বেরনো, দেদার খাওয়া-দাওয়া৷ মোটামুটি এগুলোই মনে পড়ে৷ চোদ্দ বছর পর পালা বদলায়৷ মানে ভবানীপুর ছেড়ে আমরা লেক গার্ডেন্সের একটা সরকারি হাউজিং কমপ্লেক্সে উঠে আসি৷ এই হাউজিংয়ে পুজো হত৷ ওই পনেরো বছর বয়স নাগাদ আমি প্রথম একটা নিজস্ব পুজো পেলাম৷ সেটা নিঃসন্দেহে দারুণ একটা অনুভূতি ছিল৷ নিজেদের পুজোয় সময় কাটানো, অঞ্জলি দেওয়া আলাদা একটা মজার ব্যাপার৷ স্টেজ সাজানো থেকে প্রতিমা আনা, ভাসান দেওয়া পর্যন্ত সব কাজ আমরাই করতাম৷ আমার যখন ২২ বছর বয়স তখনও পর্যন্ত ওখানেই ছিলাম আমরা৷ পুজোর স্মৃতি বলতে তাই এই হাউজিংয়ের পুজোর কথাই আমার বেশি মনে পড়ে৷ বুঝতেই পারছেন বয়সটাই সেরকম ছিল৷ প্রথম প্রেম থেকে প্রথম বন্ধুদের সঙ্গে হোল নাইট ঠাকুর দেখা-সবই এই সময়৷ এখনও সে সব স্মৃতি আমার মনে তরতাজা৷

আমার দুগ্গা: ছোটবেলায় কটা জামা হল তা নিয়ে মিথ্যে বলতাম ]

তারপর আবার আমার বাসস্থান বদলায়৷ অন্য একটা হাউজিংয়ে চলে যাই৷ সেখানেই এখনও আছি৷ এখানেও পুজো হয়৷ সেটাও খুব আপন৷ প্রচুর মজা হয়৷ তবে পুজোর স্মৃতি বলতে ওই লেক গার্ডেন্স গভঃ হাউজিংয়ের স্মৃতিটাই আমার মনের খুব কাছের৷

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement