Advertisement
Advertisement

Breaking News

পূজা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে

বাতিল বিলাসবহুল অনুষ্ঠান, বিয়ের খরচের পুরোটাই ত্রাণ তহবিলে দিলেন অভিনেত্রী পূজা

করোনার জেরে রেজিস্ট্রি করে বিয়ে সারতে হল সেলেবজুটি পূজা-কুণালকে।

Puja Banerrjee donates her wedding budget to charity
Published by: Sandipta Bhanja
  • Posted:April 18, 2020 12:47 pm
  • Updated:April 18, 2020 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা রুখতে দেশজুড়ে লকডাউন। আগামী ৩ মে অবধি জারি থাকবে এই পরিস্থিতি। এই মারণ ভাইরাসের কামড়ে যখন চারদিকে ত্রাস ছড়িয়েছে, এমতাবস্থায় বিলাসবহুল বিয়ের ভাবনা বাতিল করলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং টেলিতারকা কুণাল বর্মা। করোনার জেরে অগত্যা রেজিস্ট্রি ম্যারেজই সারতে হল সেলেবজুটিকে। তবে এমতাবস্থায় এলাহি আয়োজনে বিয়ে না করতে পারলেও এই সেলেবদম্পতি কিন্তু এক মানবিক উদ্যোগ নিয়েছেন। তাঁদের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানের জন্য রাখা টাকার পুরোটাই দান করেছেন দুস্থদের সাহায্যে।   

কুণাল বর্মার সঙ্গে বাগদান পর্ব অনেক আগেই সেরেছেন বাঙালি অভিনেত্রী পূজা। বছর তিনেক আগের কথা। তবে ১৫ এপ্রিল অর্থাৎ বুধবার সামাজিক অনুষ্ঠানে মন্ত্রোচ্চারণের মাধ্যেমেই পূজার সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল দীর্ঘ দিনের প্রেমিক কুণালের সঙ্গে। কিন্তু বতর্মান পরিস্থিতিতে অগত্যা বিলাস বহুল বিয়ের ভাবনা বাতিল করেন সেলেবজুটি। তবে এদিন বিয়ের অনুষ্ঠান না হলেও পূজা জানিয়েছেন, তাঁরা রেজিস্ট্রি ম্যারেজ করেই নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন। অফিশিয়ালি তাঁরা এখন স্বামী-স্ত্রী। মারণ ভাইরাসের সংকট কেটে গেল তারপর পরিবার-পরিজন, ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে উদযাপন করবেন।

Advertisement

গতবছর দুর্গাপুজোর সিঁদুর খেলার একটি ছবি শেয়ার করে পূজা বলেছেন, “১৫ এপ্রিল আমাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু এই কঠিন পরিস্থিতিতে সমস্ত অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। যদিও একমাস আগেই বিয়ের রেজিস্ট্রিশন হয়ে গিয়েছিল। সুতরাং, অফিসিয়ালি এখন আমরা বিবাহিত। বাবা-মা এবং দাদু-দিদার আর্শীবাদ ও পরিবারের প্রিয়জনদের শুভেচ্ছা নিয়েই নতুন জীবন শুরু করলাম।”

[আরও পড়ুন: ‘এমন সংকটে ওদের কথা ভুললে চলবে না’, এবার পথকুকুরদের সাহায্যে এগিয়ে এলেন শাহরুখ]

করোনা মোকাবিলায় দুস্থদের জন্য তাঁদের বিয়ের খরচের টাকা ত্রাণ তহবিলে তুলে দেওয়ায় খুশি সেলেবদম্পতির পরিবারও। এপ্রসঙ্গে পূজা জানিয়েছেন, আমাদের পরিবার খুশি। চারপাশের অবস্থা দেখে আমরা শিহরিত। মানুষ জীবনের সঙ্গে লড়ছে, প্রিয়জনদের হারাচ্ছে। তাই এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়তে এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। যে অর্থ আমরা বিয়ের অনুষ্ঠানে খচর করতাম, তা স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে দান করছি। এটা ব্যক্তিগত আনন্দ উদযাপন করার সময় নয়, অদূর ভবিষ্যতে গোটা পৃথিবী সুস্থ হলে ভালবাসার মানুষগুলোর সঙ্গে আনন্দ করব।” 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

This is a pic from last year durga puja sindoor khela. TODAY WAS SUPPOSED TO BE OUR WEDDING BUT THE SITUATION IS SUCH THAT WE HAVE CANCELLED ALL OUR CEREMONIES ALTHOUGH WE HAD REGISTERED OUR MARRIAGE BEFORE A MONTH SO WE ARE OFFICIALLY MARRIED AND TOGETHER FOREVER NOW. WITH THE BLESSING OF OUR PARENTS AND GRANDPARENTS WE STARTING OUR NEW LIFE NEED ALL OF UR BEST WISHES. OUR FAMILY IS HAPPY AND SO ARE WE BUT GIVEN CIRCUMSTANCES OUR HEART GOES OUT TO ALL THE PEOPLE WHO ARE FIGHTING FOR THEIR LIVES RIGHT NOW AND TO ALL THE FAMILIES WHO LOST THEIR LOVED ONES . OUR PRAYERS WITH ALL OF YOU AND A SMALL CONTRIBUTION FROM OUR SIDE AS THE MONEY WE WERE TO SPEND FOR OUR MARRIAGE FUNCTION WE ARE DONATING TO PEOPLE WHO ARE IN NEED NOW 🙏 THIS IS NO TIME TO CELEBRATE BUT WE WILL CELEBRATE WITH OUR LOVED ONES ONCE THE WORLD BECOMES A HAPPY PLACE AGAIN.🙏 JAI MATA DI

A post shared by Puja Banerjee (@banerjeepuja) on

[আরও পড়ুন: ‘বৃদ্ধ কারাবাসীদের মুক্তি দিন’, করোনা পরিস্থিতিতে আরজি অস্কারজয়ী অভিনেতা জোয়াকিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement