Advertisement
Advertisement

Breaking News

Cannes Red Carpet

‘রক্তাক্ত’ শরীরে কান চলচ্চিত্র উৎসবে হাজির যুবতী! কীসের প্রতিবাদ?

এই প্রতিবাদী মহিলাকে নিরাপত্তারক্ষীরা রেড কার্পেটে বেশিক্ষণ থাকতে দেননি।

Protester Dressed In Ukrainian Colours Covers Herself In Fake Blood On Cannes Red Carpet| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 22, 2023 6:55 pm
  • Updated:May 22, 2023 6:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্রে কেউ এসেছেন নিজের ছবির প্রচারে। কেউ এসেছেন ছবি দেখতে। কেউ এসেছেন শুধুমাত্র ক্য়ামেরার ঝলকানির সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাশনকে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে। ঠিক যেমন ঐশ্বর্য রাই বচ্চন, উর্বশী রাউতেলা, সারা আলি খানের মতো ডিভারা। তবে রয়েছে এর উলটো দিকও। কান চলচ্চিত্র উৎসবকে প্রতিবাদের মঞ্চ বানালেন এক মহিলা।

Photo Credit: AFP

একদিকে তখন ফরাসি ছবি ‘অ্যাসিড’-এর প্রিমিয়ারে ব্যস্ত তারকারা। ক্য়ামেরার সামনে নানা পোশাকে পোজ দিচ্ছেন তারকারা। ঠিক সেই সুযোগেই ইউক্রেনের জাতীয় পতাকার রঙের পোশাক পরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাজির এক মহিলা। হঠাৎই ব্যাগ থেকে বের করলেন দুটো রঙের ক্যাপসুল। ব্যস, গায়ে ঢেলে ফেললেন লাল রং। রক্ত বোঝাতেই এমনটি নাকি করেছেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধের ফলে সাধারণ ইউক্রেনের বাসিন্দাদের অবস্থা বোঝাতেই এমনটা করেছেন তিনি বলে জানিয়েছে।

Advertisement

তবে এই প্রতিবাদী মহিলাকে নিরাপত্তারক্ষীরা রেড কার্পেটে বেশিক্ষণ থাকতে দেননি। বিষয়টা ছড়িয়ে পড়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে উৎসবস্থল থেকে।

Advertisement

[আরও পড়ুন: কচুয়াধাম লোকনাথ মন্দিরে নুসরত, বাচ্চা কোলে কীর্তন শুনলেন সাংসদ-নায়িকা]

তবে এরকম কাণ্ড প্রথম নয়। গত বছরও কান চলচ্চিত্র উৎসবে এমনই প্রতিবাদ দেখা গিয়েছিল। সেবারও চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যখন ক্যামেরায় পোজ দিতে ব্যস্ত সেলিব্রিটিরা, ঠিক সেই সময়ই নিরাপত্তার বেড়াজাল ভেঙে রেড কার্পেটে অর্ধনগ্ন হয়ে ঢুকে পড়লেন এক মহিলা! গায়ে তাঁর আঁকা ইউক্রেনের পতাকা। সঙ্গে লেখা আমাদের ধর্ষণ করা বন্ধ হোক! গোটা কাণ্ড দেখে উপস্থিত অতিথিরা তো হতবাক! মহিলাকে আটকাতে তৎক্ষণাৎ ঘটনার জায়গায় উপস্থিত হন নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন: এবার OTT-তে সলমন, অ্যাকশনে ভরপুর সিরিজে চমক দেবেন ভাইজান!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ