Advertisement
Advertisement

Breaking News

Prosenjit Chatterjee

ফিরে এল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির ম্যাজিক, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র নতুন গানে চমক বুম্বাদার

 ২৫ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। 

Prosenjit weeds Rituparna movie title song out | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 17, 2022 6:57 pm
  • Updated:October 17, 2022 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। অল্প ঝলকেই  নজর কেড়ে নিয়েছিল ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির টাইটেল ট্র্যাক। তখনই বোঝা গিয়েছিল পুরো গানটি দেখলে হইচই পড়ে যাবে। সেইমতো এবার সামনে এল ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ (Prosenjit Weds Rituparna) ছবির গান ‘মোদ্দা কথা প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। গানের মধ্যে একেবারে নতুন অবতারে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। গানের মধ্যে দিয়ে ফিরে এল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির ‘চোখ তুলে দেখো না’ গানটির নস্ট্যালজিয়া।

চলতি বছরের ‘ভ্যালেন্টাইনস ডে’ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সকাল সকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) একটি টুইট করেছিলেন। যেখানে দেখা যায়, একটি ছোট্ট ভিডিও। এই ভিডিওতে লেখা রয়েছে, ”বিগত তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি।” সঙ্গে গুরুজনদের আশীর্বাদও চেয়েছিলেন তিনি। এই টিজার ভিডিওতেই দেখা গিয়েছিল, বিয়ের পাকা দেখা থেকে সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে অভিনেতার বোন পল্লবী চট্টোপাধ্যায়। এই সূত্র ধরেই বোঝা যাচ্ছে, এই বিয়ের গল্পটা একেবারেই ফিল্মি। এই বিয়ের টিজার ভিডিওর মধ্যে দিয়ে নতুন ছবির খবরই জানিয়ে ছিলেন প্রসেনজিৎ, তা বুঝতে খুব একটা দেরি হয়নি নেটিজেনদের।

Advertisement

[আরও পড়ুন: রহস্যের সোঁদা গন্ধ নিয়ে বড়পর্দায় ফিরছে ‘দৃশ্যম ২’, ট্রেলারে চমকে দিলেন অজয় দেবগন]

একদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের সুপারস্টার, অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত টলিউড কুইন। বরাবরই সিনেমার পর্দায় এই জুটি ঝড় তোলেন। তাঁদের দু’ জনকে শেষ দেখা গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘প্রাক্তনে’। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। আর সেই ম্যাজিকই যে আবার সিনেমার পর্দায় ফিরতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল প্রসেনজিতের সেই টুইটে। আর এবার প্রকাশ্যে সেই ছবির মুক্তির তারিখ।  ২৫ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। 

[আরও পড়ুন: তায়কোন্ডো চ্যাম্পিয়ন আব্রাম, আনন্দে আত্মহারা শাহরুখ আদরে ভরিয়ে দিলেন ছেলেকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement