সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee: The Bengal Chapter) সিরিজের কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুমুল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য যে এক বিরাট ‘ট্রিট’ হতে চলেছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি ওয়েব সিরিজের টিজার প্রকাশ্যে আসতেই বোঝা গিয়েছে কতটা জমজমাট হতে চলেছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। দর্শকদের কৌতূহলও তুঙ্গে। এবার জিৎকে (Jeet) পাশে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) জানালেন, ‘বাঘ-সিংহ একসঙ্গে আসছে।’ কবে? সেই দিনক্ষণও জানিয়ে দিলেন ‘ইন্ডাস্ট্রি’।
নেটফ্লিক্স-এর সোশাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে প্রসেনজিৎকে বলতে শোনা গেল, “সকলে আমাকে জিজ্ঞেস করছেন, বস আর বুম্বাদা কবে একসঙ্গে ধরা দেবেন? মানে বাঘ আর সিংহ কবে একসঙ্গে আসছে!” তখনও পর্যন্ত ফ্রেমে জিৎ অদৃশ্য। এরপরই বুম্বা জিতের খোঁজ নিলেন। ক্যামেরার সামনেই চিৎকার করে জিৎকে ডাকেন। বুম্বাদার ডাকে তড়িঘড়ি সেখানে এসে পৌঁছন টলিউড সুপারস্টার। এরপরই জিতের সঙ্গে রসিকতা করে প্রসেনজিৎ বলেন, “এই তো বস, সবসময়ে স্টাইলে থাকে।” পালটা জিতের উত্তর, “আমি আর বস কোথায়, তুমিই তো ওজি বস। দ্য ইন্ডাস্ট্রি।” দুই তারকার রসিকতার মাঝেই জানা যায়, আগামী ২০ মার্চ নেটফ্লিক্স-এর পর্দায় দেখা যাবে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। একফ্রেমে জিৎ-প্রসেনজিতের রসিকতা দেখে সিরিজের রিলিজের জন্য দর্শক-অনুরাগীরা যে মুখিয়ে রয়েছেন, সেটা পোস্টের কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যায়।
View this post on Instagram
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজার জুড়ে একটা উত্তেজনার আবহ। শুরুতেই বন্দুক, কার্তুজের ঝলক। ক্রমে পুলিশ, রাজনীতি ও খুনখারাপির কোলাজে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক। জিৎকে বলতে শোনা গিয়েছে, ‘যব তক কুছ বদলেঙ্গে নেহি, কুছ বদলেগা নেহি।’ আর আবহে আগাগোড়াই প্রায় কৈলাস খেরের কণ্ঠনিঃসৃত ‘এক অউর রং ভি দেখিয়ে ইয়ে বাঙ্গাল কা’ এক অন্য মাত্রা যোগ করেছে।
নিঃসন্দেহে সবচেয়ে বেশি চোখ টানছেন দুই সুপারস্টার জিৎ ও প্রসেনজিৎ। এই প্রথম দুজনকে পর্দায় একসঙ্গে দেখা যাবে। বাংলা নয়, হিন্দি এই ওয়েব সিরিজে। জিৎ এখানে ডাকাবুকো পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুলিশের ভূমিকাতে পরমব্রত। শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে। তাঁর ঠোঁটের কোণে চিলতে হাসি। অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল। এছাড়াও টিজারে দেখা মিলল ঋত্বিক ভৌমিক, চিত্রাঙ্গদা সিং, আদিল জাফর খান এবং মিঠুনপুত্র মিমো চক্রবর্তী, পূজা চোপরাদের। প্রসঙ্গত, ২০০৮ সালে মিমোর প্রথম সিনেমা ‘জিমি’ মুক্তি পেয়েছিল। ছবি তেমন সাফল্য পায়নি। ‘হন্টেড 3D’ ছবিতে অবশ্য দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন মিঠুনপুত্র। বাংলা সিনেমায় মিমোর আত্মপ্রকাশ ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘রকি’ সিনেমার মাধ্যমে। নীরজের সিরিজে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিংয়ের মতো অভিনেতা ছিলেন সেখানে। এর পর থেকেই নাকি ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রস্তুতি শুরু করে দেন নীরজ। অবশেষে টিজারের পর রিলিজের দিনক্ষণ ঘোষণা করলেন জিৎ-প্রসেনজিৎ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.