প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভবানী পাঠক’ লুকে কেমন লাগবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)? ‘দেবী চৌধুরাণী’ ( Devi Chowdhurani) সিনেমা ঘোষণার পর থেকেই দর্শক অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে। শনিবার শেষমেশ গেরুয়া বসনে ধরা দিলেন ‘ইন্ডাস্ট্রি’। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি। মুখে ‘জয় ভৈরবী’ ধ্বনি। দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ‘দেবী চৌধুরাণী’র গুরু ‘ভবানী পাঠক’-এর লুকে ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
১৬ মার্চ, শনিবার থেকেই ‘দেবী চৌধুরাণী’র শুটিং শুরু করলেন ‘বুম্বাদা’। তাঁর ভবানী পাঠক লুক ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। নিজেই সেট থেকে শুটিংয়ের পয়লা দিনের মেকআপ পর্বের ছবি শেয়ার করে জানান দিলেন অভিনেতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস এবার বড়পর্দায় আনতে চলেছে পরিচালক শুভ্রজিৎ মিত্র। যেখানে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আর শুভ্রজিতের ক্যামেরায় ‘প্রফুল্ল’ শ্রাবন্তীর গুরু ভবানী হিসেবে ধরা দেবেন বুম্বা।
জানুয়ারি মাস থেকেই ‘দেবী চৌধুরাণী’র শুটিং শুরু করেছেন শ্রাবন্তী। প্রথম শিডিউলের শুটিং সেরে ফেলেছেন অভিনেত্রী। সেই ঝলকও শেয়ার করেছিলেন পরিচালক শুভ্রজিৎ। শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার অভিনয় করবেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীকে। শুটিং হবে কলকাতার শহরতলী। বীরভূম, পুরুলিয়া, উত্তরবঙ্গের জঙ্গলে। ‘দেবী চৌধুরাণী’র অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফ করবেন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। যিনি দেশের অন্যতম জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর। এর আগে ‘বাজিরাও মাস্তানি’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘কামিনে’-র মতো বহু সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.