সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ মে, ২০১৩। এই দিনটায় আজও যেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। প্রিয় ঋতু আর নেই। এখনও তাঁর একথা বিশ্বাস করতে ইচ্ছে করে না।
‘উনিশে এপ্রিল’, ‘চোখের বালি’, ‘দোসর’, ‘উৎসব’, ‘খেলা’ — প্রতি সিনেমায় পরিচালক ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) নায়ক ছিলেন প্রসেনজিৎ। শুধু নায়ক-পরিচালকে গণ্ডীতে সীমাবদ্ধ ছিল না তাঁদের সম্পর্ক। ঋতুকে নিজের ‘ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড’ মনে করেন ‘মিস্টার ইন্ডাস্ট্রি’। বন্ধুকে ভাল থাকার বার্তা দিয়েছেন।
ঋতু, তুই নেই এটাই এখনও বিশ্বাস করতে ইচ্ছে করে না। কত আড্ডা, কত আলোচনা এখনও তো বাকি ছিল বন্ধু। আমি জানি এখনও তুই নতুন নতুন গল্প ভেবে যাচ্ছিস, বেশ কিছু স্ক্রিপ্টের খসড়া তৈরি আছে। আমার নতুন কাজগুলো নিয়েও নিশ্চয়ই অনেককিছু বলার আছে… ভালো থাকিস বন্ধু। pic.twitter.com/OAORosApX0
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) May 30, 2023
‘দহন’, ‘উৎসব’-এর কথা স্মরণ করে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) লেখেন, “ঋতুপর্ণ ঘোষের চলে যাওয়া আমাদের জন্য এক ভীষণ বড় অসম্পূর্ণ ক্ষতি। একজন বাঙালি পরিচালক হয়ে তিনি সারা বিশ্বজুড়ে সম্মান অর্জন করেছিলেন। ‘দহন’, ‘উৎসব’ ওনার সাথে করা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দু’টি ছবি। আরও অনেক অনেক কাজ করা বাকি ছিল, দাদা হিসাবে আরও কিছু দিন যদি ওনাকে পেতাম! ওনার স্নেহ, ওনার ভালোবাসা খুব মিস করি। অনেক স্মৃতি ওনাকে ঘিরে। কিন্তু আমার বিশ্বাস ইনি যেখানে গেছেন হয়তো ওখানেও কিছু সৃষ্টি করে যাচ্ছেন। ভাল থেকো ঋতুদা।”
ঋতুপর্ণ ঘোষকে নিজের শিক্ষক মনে করেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। তাঁর কথায়, “শিক্ষক, পথপ্রদর্শক, চলচ্চিত্র প্রতিষ্ঠান…তোমার চলে যাওয়ার পর থেকে জীবন আর আগের মতো নেই। কখনও থাকবেও না। তুমি নেই ১০টা বছর কেটে গেল। কিন্তু আমাদের মনে তোমার ঠাঁই চারকালীন। তুমি যেখানেই আছো ভাল থেকো, শান্তিতে থেকো, ভালবাসায় থেকো। “
Mentor, Teacher, Auteur…
Life and Films were never the same after you. Never will.
It’s been 10 years since you have left us but you shall always reside in our hearts.
Wherever you are, live in peace and live in love.#RituparnoGhosh pic.twitter.com/Hs3BTQOX7x— Tota Roy Choudhury (@tota_rc) May 30, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.