Advertisement
Advertisement
Prosenjit Chatterjee

‘বহুরূপী’তে মুগ্ধ প্রসেনজিৎ, খুঁজে পেলেন ‘শাহরুখ-কানেকশন’

ছবি দেখে উচ্ছ্বসিত সুপারস্টার।

Prosenjit Chatterjee praises Nandita Roy and Shiboprosad Mukherjee's Bohurupi
Published by: Suparna Majumder
  • Posted:October 30, 2024 1:38 pm
  • Updated:October 30, 2024 4:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই কার্তিক মাসেও বক্স অফিসে ‘শিমুল পলাশে’র ছোঁয়া। সিনেমা হলে এখনও বেশ ভালোভাবেই চলছে ‘বহুরূপী’ (Bohurupi)। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির সিনেমা দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পেয়েছে। এবার খোদ ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ ছবির প্রশংসায় পঞ্চমুখ।

Prosenjit-on-Bohurupi

Advertisement

অভিনেতা-প্রযোজক শিবপ্রসাদের সঙ্গে প্রসেনজিতের (Prosenjit Chatterjee) একটি ভিডিও উইন্ডোজ প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। তাতেই ছবির প্রশংসায় পঞ্চমুখ সুপারস্টার। “পুরো মশালাটা আছে… দারুণ! আমি তো শেষে হাততালি দিয়েছি, চেঁচাচ্ছিলাম। এটা তো শাহরুখ খান… শাহরুখ খানের কামব্যাক”, একথা বলেই শিবপ্রসাদকে জড়িতে ধরেন তিনি।

 

প্রসেনজিৎ জানান, ছবির শেষটা তাঁর দারুণ লেগেছে। তাঁর কথায় শিবপ্রসাদ, আবির, ঋতাভরী, কৌশানিদের এই সিনেমা ‘ফুল অন এন্টারটেনমেন্ট।’ অ্যাকশন, ড্রামা, টুইস্ট আর বড়পর্দার জন্য আদর্শ ফ্রেম, এমন সিনেমাই এখন মিস করেন বলে জানান তারকা। তাঁর মতে, ঠিক এই ধরনের সিনেমাই হওয়া উচিত।

Bohurupi

প্রসঙ্গত, মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গল স্ক্রিনেও সেঞ্চুরি হাঁকিয়েছে ‘বহুরূপী’। জোর পরও যে এত দর্শকের ঢল তা দেখে খানিক অবাকই হন মিনার ও বিজলী সিনেমা হলের কর্ণধার সুরঞ্জন পাল। তাঁর মতে, বাংলা সিনেমায় নতুন জোয়ার এনেছে নন্দিতা-শিবপ্রসাদ জুটির ছবি। স্টার থিয়েটারের মালিক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “দর্শক যেভাবে এই ছবিটাকে গ্রহণ করেছে। শুধু মুখের কথায় একবার নয় দুবার নয়, তার চেয়েই বেশিবার মানুষ আসছে বলেই মনে হচ্ছে।” বহুদিন পর এটা দরকার ছিল বলেই মনে করেন প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত। অশোকা সিনেমা হলের মালিক প্রবীর রায়ের কথায়, “বহুরূপী লম্বা রেসের ঘোড়া।” এদিকে উইকিপিডিয়ার হিসেব বলছে ছবিটি ইতিমধ্যেই ১১ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement