Advertisement
Advertisement
Prosenjit Rituparna

‘তুমি খোলা হাওয়ার মতো…’, ‘ইন্ডাস্ট্রি’ বুম্বার জন্মদিনে একরাশ শুভেচ্ছা ঋতুপর্ণার

প্রসেনজিতের উদ্দেশে আর কী বললেন ঋতুপর্ণা?

Prosenjit Chatterjee Birthday: Rituparna Sengupta wishes | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 30, 2023 1:29 pm
  • Updated:September 30, 2023 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit Rituparna) জুটি মানেই বক্স অফিসে বাম্পার সুপারহিট। উত্তম-সুচিত্রা জুটির পরই বাঙালি সিনে দর্শকদের মনে তাঁদের স্থান। দু’দশক জুটি হিসেবে চুটিয়ে অভিনয় করার পর মাঝখানে দীর্ঘদিন বিরতিতে ছিলেন। গুঞ্জনে শোনা যেত, দুই তারকার মধ্যে নাকি ঠান্ডা লড়াই ছিল! যদিও বুম্বা কিংবা ঋতুপর্ণার কেউই এপ্রসঙ্গে কোনওদিন মুখ খোলেননি, তবে নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরে ‘প্রাক্তন’ জুটি ফের দর্শকদের মন ভরিয়ে দিয়েছিল। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) জন্মদিনে একরাশ শুভেচ্ছা ঋতুপর্ণা সেনগুপ্তর তরফে।

তিনি টলিউডের ধারক ও বাহক। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাঁচ দশক কাটিয়ে ফেলেছেন। লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় তাঁর ৫০ বছরের দক্ষ অভিজ্ঞতায় বাংলা সিনে ইন্ডাস্ট্রির অভিভাবকের স্থান অর্জন করেছেন। সকলের প্রিয় বুম্বাদা তিনি। ক্যামেরার নেপথ্যের মানুষগুলির সঙ্গে তাঁর ভাব-ভালোবাসার সম্পর্ক সমস্ত প্রজন্মের কাছে একটা উদাহরণ। এবারের ৩০ সেপ্টেম্বর অফিশিয়ালি ‘ষাটোর্ধ্ব’ হলেও ভক্তদের কাছে তাঁদের ‘মনের মানুষ’চিরকাল এভারগ্রীন।

Advertisement

একসঙ্গে ছবি শেয়ার করে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) লিখলেন, “অসাধারণ মানুষটিকে জন্মদিনে শুভেচ্ছা জানাই। যে কাজটাকেও আমাদের কাছে খোলা হাওয়ার মতো করে তোলে। আর আমাদের এই বন্ডিংটা আমার কাছে খুব মূল্যবান। আরও সাফল্য ভাগ করে নেব আমরা। শুভ জন্মদিন। তোমার জীবনের এই বিশেষ দিনটি অনেক ভালোবাসা আর খুশিতে ভরে উঠুক, এই কামনাই করি।”

[আরও পড়ুন: যশের পর এবার বলিউডে নুসরত! হিন্দি সিনেমায় অভিনয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী]

প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় নয়, তিনি প্রসেনজিৎ ‘এভারগ্রিন’ চট্টোপাধ্য়ায়! হ্য়াঁ, টলিউড ‘ইন্ডাস্ট্রি’র ইনস্টাগ্রাম ঝটপট ঘুরে আসুন, দেখবেন হতবাক হবেন। ৩০ সেপ্টেম্বর যে নায়ক ৬১ বছরে পা দিলেন, তাকে দেখে তো ৬১ লাগেই না! বরং মেরেকেটে ৪০ নাহলে পঁয়তাল্লিশ। হ্য়াঁ, নতুন ছবিতে প্রসেনজিৎ তাঁর অনুরাগীদের একেবারে ধন্দে ফেলে দিয়েছেন।

[আরও পড়ুন: হইচইয়ে আসছে একগুচ্ছ নতুন গল্প, কেমন হবে দেবশ্রী-চিরঞ্জিৎ-মিমির ওয়েব ডেবিউ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement