Advertisement
Advertisement
Kalki 2898 AD

‘Project K’র নাম বদলে ‘Kalki 2898 AD’, কালচক্রের শাসনে দীপিকা-প্রভাস! দেখুন দুর্ধষ টিজার

৬০০ কোটির ছবির ঝলকে অমিতাভের সঙ্গে কমল হাসানের 'দ্বৈরথ'।

'Project K' is now 'Kalki 2898 AD'. Prabhas, Deepika ruled by dark forces in teaser | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 21, 2023 11:50 am
  • Updated:July 21, 2023 11:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগ অশ্বীন পরিচালিত ‘প্রজেক্ট কে’ নিয়ে বড়সড় আপডেট। বিদেশের সান ডিয়াগো কমিক কন অনুষ্ঠানে গিয়েই নাম বদলে গেল ছবির। নতুন নাম ‘কাল্কি ২৮৯৮ এডি’। মহাভারতের আধারে লেখা চিত্রনাট্য এবার পয়লা ঝলক প্রকাশ্যে এনেই ঝাঁজ বুঝিয়ে দিল। কালচক্রের জেরে বিশ্ব-ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎকে কল্প বিজ্ঞানের মিশেলে তুলে ধরার প্রচেষ্টা করেছেন পরিচালক। ছবির বিষয়বস্তুর সঙ্গে সাযুজ্য রেখেই যে এই নামবদল ঘটেছে, ‘কাল্কি ২৮৯৮ এডি’র টিজারের তা স্পষ্ট।

বিশেষভাবে উল্লেখ্য এই সিনেমার স্টার কাস্ট। দুর্ধর্ষ দুই দক্ষিণী সুপারস্টারের সঙ্গে বলিউডে তাবড় দুই তারকা। মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে খলনায়ক হিসেবে কমল হাসানের দ্বৈরথ দেখার সুযোগ পাবনে দর্শকরা। যোদ্ধার বেশে প্রভাস। অন্যদিকে ‘কাল্কি’ শাসনে দলদাসে পরিণত হওয়া দীপিকাকেও দেখা গেল টিজারে। ভিএফএক্স-এর কাজ অতি উন্নত। পোস্টারের ‘সস্তা ফটোশপ’ দেখে যাঁরা বিরক্ত হয়েছিলেন ‘কাল্কি ২৮৯৮ এডি’র টিজারে যে তাঁদের হতাশ করবে না, তা বেশ বোঝা যাচ্ছে।

Advertisement

২০ জুলাই কমিক কন অনুষ্ঠানে প্রকাশ্যে এল প্রভাস-দীপিকার মেগা বাজেট সিনেমার টিজার সঙ্গে পরিবর্তিত নাম। যা কিনা বেশ প্রশংসা কুড়িয়েছে। প্রায় ৬০০ কোটি টাকায় তৈরি হয়েছে ‘কাল্কি ২৮৯৮ এডি’। মুক্তির দিনও পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। আগামী বছর জানুয়ারিতে রিলিজ করার কথা ‘কাল্কি ২৮৯৮ এডি’র। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, প্রভাসের ‘আদিপুরুষ’ বিতর্কের জেরেই নাকি মুক্তির দিন পিছিয়ে পরের বছর করা হয়েছে। কিন্তু তাতেও কি ভাগ্যবদল ঘটবে? সেই উত্তর বক্সঅফিসই দেবে।

[আরও পড়ুন: জম্মুতে প্রবল বৃষ্টি-ধস! পায়ে হেঁটেই দুর্গম অমরনাথ যাত্রায় বলিউডের ‘সংস্কারি কন্যা’ সারা]

প্রসঙ্গত, ‘কাল্কি ২৮৯৮ এডি’র সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কমল হাসান। এমন অবতারে নাকি এর আগে কখনও দেখা যায়নি দক্ষিণী সুপারস্টারকে। যার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও নাকি হাঁকিয়েছেন কমল হাসান।

[আরও পড়ুন: প্রকাশ্যে ‘দশম অবতার’ লোগো, যিশু-বুম্বা, জয়া-অনির্বাণকে নিয়ে পুজোয় বড় চমক সৃজিতের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement