Advertisement
Advertisement

Breaking News

নির্বিঘ্নেই ছবির মুক্তি, প্রযোজকদের আশ্বাস রাজনাথের

আগামী ২৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি৷ মুক্তির আগে ছবির বিরোধিতা থামে কিনা এখন সেটাই দেখার অপেক্ষা৷

Producers to meet Home Minister Rajnath Singh amid row over ADHM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 1:57 pm
  • Updated:August 9, 2021 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাপের মুখে নিজের অবস্থান থেকে আগেই পিছু হটেছেন পরিচালক করণ জোহর৷ প্রকাশ্যে জানিয়েছেন, পাক শিল্পীদের সঙ্গে আর কাজ করবেন না তিনি৷ তাঁর কাছে ভারতবাসীর ইচ্ছা এবং সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ কিন্তু তাতে অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি৷ এখনও তাঁর আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে মানুষের ক্ষোভ কমেনি৷ ছবি মুক্তির আগে থেকেই জোরকদমে চলছে ছবির বিরুদ্ধে প্রচার৷ শুধু তাই নয়, দেশের চার রাজ্যে ছবির মুক্তি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ এমন পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হলেন পরিচালক৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার বলিউড পরিচালক এবং প্রযোজকদের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন৷ করণ জোহরের আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তির আগেই যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা নিয়েই মন্ত্রীর সঙ্গে কথা বলেন বলি প্রযোজক এবং পরিচালকদের দলটি৷ এই দলে ছিলেন প্রযোজক মুকেশ ভাট, সিদ্ধার্থ রায় কাপুর প্রমুখ৷ মন্ত্রীর সঙ্গে আলোচনার পর মুকেশ ভাট জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ছবি মুক্তির বিষয়ে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন৷ প্রযোজক আরও জানান, ছবিটি যাতে কোনও সমস্যার সম্মুখীন না হয়, সেই বিষয়ে নজর রাখবে সরকার৷ পাশাপাশি সরকারের তরফে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর কাছেও এই বিষয়ে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হবে বলেও জানা গিয়েছে৷

Advertisement

এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিচালক করণ জানিয়েছিলেন, তাঁর আগামী ছবিতে একজন পাক শিল্পীর পাশাপাশি ৩০০ জন ভারতীয় শিল্পী এবং কলাকুশলীর পরিশ্রম ও স্বপ্ন জড়িয়ে রয়েছে৷ সেক্ষেত্রে ছবিটিকে দেশে নিষিদ্ধ ঘোষণা করা মানে সেই ভারতীয়দের সঙ্গে অবিচার করা৷

আগামী ২৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি৷ মুক্তির আগে ছবির বিরোধিতা থামে কিনা এখন সেটাই দেখার অপেক্ষা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement