সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা নিয়ে কড়া সতর্কতা জারি হলিউড, বলিউড তথা টলিউডে। বন্ধ শুটিং, বাতিল সমস্ত কাজ। বিশ্বজুড়ে তারকারা আপাতত বিরতিতে রয়েছেন। সেলফ কোয়ারেন্টাইনে। অন্যান্য ক্ষেত্রের মতো বিনোদুনিয়াতেও যে বড়সড় আর্থিক ধ্বস নামতে চলেছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না! সবচাইতে ক্ষতিগ্রস্থ হবে জুনিয়র টেকনিশিয়ানরা। যারা কিনা সিনেমার সেটে দিনরাত খেটে পরিচালকের ভাবনাকে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেন। আর তাই সেসমস্ত স্পটবয়, সহকারী-কলাকুশলীদের সমস্যার কথা চিন্তা করে তাঁদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রোডিউসার্স গিল্ড ইন্ডিয়া (Producers Guild India) । করোনা ক্রাইসিসের মোকাবিলা করতে এক ত্রাণ তহবিল গড়েছেন। যদিও গত রবিবার মুম্বইয়ে ফিল্ম সংগঠনগুলির বৈঠকের পরই এই প্রস্তাবের উত্থাপন করেছিলেন পরিচালক সুধীর মিশ্র।
১৭ মার্চ অর্থাৎ মঙ্গলবারই প্রোডিউসার্স গিল্ড ইন্ডিয়ার সভাপতি সিদ্ধার্থ রায় কাপুর একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, “COVID-19 সংক্রমণের জেরে ইন্ডাস্ট্রির সমস্ত কাজ বন্ধ। এমন অবস্থায় ইন্ডাস্ট্রিতে যাঁরা দিন মজুরির কাজ করেন, সেসমস্ত মানুষেরা সব থেকে বেশি প্রভাবিত হবেন। তাঁদের পাশে দাঁড়াতে প্রোডিউসার্স গিল্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি ত্রাণ তহবিল গঠন করার। গোটা বিনোদন জগতের কাছে অনুরোধ করছি মুক্ত হস্তে এই তহবিলে দান করার জন্যে।”
প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় হাজার হাজার স্পটবয়, লাইট অ্যাসিস্ট্যান্ট, সেট-শিল্পীরা রয়েছে, যারা রোজ ৮ ঘণ্টার শিফট হিসেবে পারিশ্রমিক পান। যা ভেঙে বললে দাঁড়ায়, ‘নো ওয়ার্ক নো পে!’ কয়েকদিন ইন্ডাস্ট্রি বন্ধ থাকলে সেই মানুষগুলি সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হবে। দিন দুয়েক পর দু’বেলা খাবার জোগাড় করাও হয়তো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। রবিবার সান্ধ্যকালীন বৈঠকে ৩১ মার্চ অবধি শুটিং বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পরই বলিউড পরিচালক সুধীর মিশ্র জুনিয়র টেকনিশিয়ানদের আর্থিক সাহায্যের জন্য তহবিল গড়ার প্রস্তাব পেশ করেন।
Producers Guild of India sets up Relief Fund for workers affected by production shutdown owing to the COVID-19 epidemic-Official Statement#SiddharthRoyKapur @kulmeetmakkar #coronavirus pic.twitter.com/OGARZbDWxl
— producersguildindia (@producers_guild) March 17, 2020
প্রস্তাবে সমর্থন জানিয়েছেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap), অনুভব সিনহা (Anuvab Sinha), বিক্রমাদিত্য মোতওয়ানির মতো পরিচালকরা। অন্যদিকে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত (Ashik Pandit) জানিয়েছেন তাঁদের সংগঠনের তরফে ইতিমধ্যেই জুনিয়র টেকনিশিয়ানদের জন্য রেশন বরাদ্দ করা হয়েছে। উপরন্তু অশোক নিজেও সুধীর, অনুরাগ, অনুভব, বিক্রমাদিত্যকে আহ্বান জানিয়েছেন যে তাঁরা সাহায্য করতে চাইলে সেই তহবিলেই অর্থ দান করতে পারবেন। এবার প্রোডিউসার্স গিল্ড ইন্ডিয়াও জুনিয়র টেকনিশিয়ানদের আর্থিক সাহায্যের জন্য তহবিল গড়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.