Advertisement
Advertisement

Breaking News

Swastika Mukherjee

সব দোষ পরিচালকেরই! ‘নগ্ন’ ছবির পর নতুন বিতর্কের মুখে স্বস্তিকার ‘শিবপুর’

সম্প্রতি এই ছবির প্রযোজকের বিরুদ্ধে সরব হয়েছেন স্বস্তিকা।

producer of bengali movie shibpur filed a complaint against the director | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 13, 2023 4:51 pm
  • Updated:April 13, 2023 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘শিবপুর’ ছবি নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। আর এর সূত্রপাত ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে স্বস্তিকার অভিযোগ দিয়েই। স্বস্তিকা অভিযোগ করেছিলেন ইমেলে তাঁর নগ্ন ছবির নমুনা পাঠিয়েছিলেন সন্দীপ । এই অভিযোগ নিয়ে পুলিশ এবং ইম্পার দারস্থও হয়েছিলেন স্বস্তিকা। তবে এবার নতুন বিতর্ক হল এই ছবির আরেক প্রযোজক অজন্তা সিং রায় জানান, সব গণ্ডগোলের শুরু ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যর হাত ধরেই! আর তাই অজন্তা চারু মার্কেট থানায় অরিন্দমের নামে অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ মাধ্যমকে শিবপুর ছবির অন্যতম প্রযোজক অজন্তা জানান, এই ছবি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সন্দীপ। তিনি সংবাদ মাধ্যমকে আরও জানান, ”সন্দীপ নিজে ইমেলগুলো পাঠাননি। পাঠিয়েছিলেন রবি শর্মা নামক এক রহস্যময় ব্যক্তি। তবে সন্দীপও সিনেমার স্বার্থে নাম সরিয়ে নেন।”

Advertisement

[আরও পড়ুন: সৌরসেনীর সঙ্গে জমিয়ে প্রেম? নিখিল জৈনের নতুন পোস্টে জল্পনা তুঙ্গে]

অজন্তা আরও জানান, স্বস্তিকার সঙ্গে পরিচালক অরিন্দম আমাদের যোগাযোগ করতে দেননি। শুধু তাই নয়, বিগত এক বছর ধরে আমার থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছেন তিনি। এমনকী, প্রযোজনা সংস্থা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে। তাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে অরিন্দমের নামে।

অন্যদিকে সংবাদ মাধ্যমকে অরিন্দম জানিয়েছেন, ‘সে রকম কিছুই হয়নি। বৃস্পতিবার বিকালে আমরা দু’পক্ষই থানায় যাব। কোনও সিদ্ধান্ত হলে তার পর এই বিষয়ে কথা বলব।’

ঠিক কী অভিযোগ উঠেছিল শিবপুর ছবির নির্মাতাদের ঘিরে?

স্বস্তিকার অভিযোগ ছিল, ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকার ও তাঁর সহযোগী রভীশ শর্মা তাঁকে এবং তাঁর ম্যানেজারকে অত্যন্ত কুরুচিকর ভাষায় মেল করেছেন। তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এমনকী প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনই কয়েকটি মেল অভিনেত্রীর জনসংযোগ সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।

একটি মেলে স্বস্তিকার ম্যানেজারের প্রতি অত্যন্ত অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছে। আরেকটি মেলে রভীশ নিজেকে হ্যাকার হিসেবে দাবি করে এবং স্বস্তিকার নগ্ন ছবি পর্নসাইটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছে। এই সমস্ত তথ্য-প্রমাণ দিয়েই স্বস্তিকা আশঙ্কা প্রকাশ করেন, তাঁর মতো একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটলে বাকিদের সঙ্গে কী হয়?

এ বিষয়ে ইতিমধ্যেই গলফ গ্রিন থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। ইম্পাকেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। এর আগে ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানিয়েছিলেন, দুই পক্ষের বক্তব্য শুনেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্বস্তিকা জানিয়েছেন, এই ছবি সংক্রান্ত কোনও প্রচারমূলক কাজে তিনি আর যুক্ত থাকবেন না।

[আরও পড়ুন: দোহার বিমানবন্দরে ভারতীয় মুদ্রায় শপিং, মোদিকে কুর্নিশ আপ্লুত মিকা সিংয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement