Advertisement
Advertisement

Breaking News

প্রিয়াঙ্কা

মেট গালায় ‘অদ্ভুত’ বেশে ট্রোলড প্রিয়াঙ্কা, মুখ খুললেন মা মধু চোপড়া

এবারের থিম ছিল, ‘ক্যাম্প: নোটস অন ফ্যাশন’।

Priyanka's mom Madhu Chopra opens up about daughter's Met Gala look
Published by: Sandipta Bhanja
  • Posted:May 9, 2019 5:00 pm
  • Updated:May 9, 2019 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ও বাবা একী বেশে প্রিয়াঙ্কা! কোঁকড়া চুল, চোখে-মুখে চড়া মেকআপ, কী কিম্ভূত লাগছে দেখতে… মা গো! সম্প্রতি দেশি গার্লের মেট গালা রূপ দেখে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এমনই কটূক্তির বন্যা। ‘ক্যাম্প লেডি’র বেশে প্রিয়ঙ্কা চোপড়ার ছবি আপাতত ভাইরাল নেটদুনিয়ায়। ফ্যাশনের পরিভাষায় ‘ক্যাম্প’ কী? তা না জেনেই ট্রোলড হতে হয়েছে অভিনেত্রীকে। তবে, মেট গালার মতো আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে নজর কাড়ার কৌশলটা প্রিয়াঙ্কা ভালই জানেন। স্বামী নিক জোনাসের সঙ্গে ডাইওর ব্যান্ডের মানানসই পোশাকে সেজেছিলেন প্রিয়াঙ্কা। দেশের মঞ্চে মেয়ের ভাগ্যে যখন সমালোচনা জুটেছে, তখন মা মধু চোপড়া কী বলছেন?

মেয়ে প্রিয়াঙ্কার মেট গালার সাজ পোশাকের ব্যাপারে মধুর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “ও এত দূরে রয়েছে, কী প্রতিক্রিয়া দিই বলুন তো? সামনে থাকলে, ওকে জড়িয়ে ধরতাম। বলতাম, খুব সুন্দ লাগছে তোমাকে দেখতে।” বিশ্বের হটেস্ট ডিভা প্রমাণ করতে কোনওরকম কসরত বাকি রাখেননি প্রিয়াঙ্কা। আর তাঁর এবারের মেট গালা লুক-ই তার প্রমাণ।

Advertisement

[আরও পড়ুন:  মেট গালার লুকে বর্ণবিদ্বেষের শিকার প্রিয়াঙ্কা, রূপকথার রাজকন্যা বেশে দীপিকা]

মেট গালা অনুষ্ঠানে সফট প্যাস্টেল থাই-হাই স্লিট গাউনের সঙ্গে পালকের চাদর টিমআপ করে হট অবতারে ব়্যাম্প মাতান প্রিয়াঙ্কা। তবে, শুধু ডাইওরের পোশাকেই নয়। চমক ছিল তাঁর হেয়ারস্টাইল এবং মেকআপেও। মাথায় পরেছিলেন ক্রিসটাল ক্রাউন। চোখে, ঠোঁটে ছিল সাহসিকতার ছোঁয়া। তাঁর গাঢ় গোলাপি ঠোঁট আর রূপোলি আইশ্যাডোর মাঝে উঁকি মারছিল সাদা ভ্রু আর চোখের পাতা। মেয়ের সর্বাঙ্গে যেন বিদ্যুৎ খেলে গিয়েছে। কেউ কেউ আবার প্রিয়াঙ্কাকে ট্রোল করে তাঁকে লাসিথ মালিঙ্গার সঙ্গেও তুলনা করেছেন। বলেছেন, ফেয়ারনেস ক্রিম মেখে মেয়ে ফর্সা হওয়ার চেষ্টা করেছে। বর্ণবৈষম্যের বাণ ছোঁড়া হয়েছে দেশি গার্লের দিকে।

মেট গালা আদতে একটি বার্ষিক অনুষ্ঠান। আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটন মিউজিয়ামের ফ্যাশন কালেকশনের জন্য প্রতিবছর চাঁদা তোলা হয়। প্রত্যেক বছর আলাদা করে থিম সেট করে দেওয়া হয় কস্টিউম ইনস্টিটিউটের তরফে। এই থিমের মধ্যে আবার কতগুলি অপশন দিয়ে দেওয়া হয়। যা সেলেবরা ইচ্ছে মতো বেছে নিতে পারেন। আর তার উপর ভিত্তি করেই সেলেবরা তাঁদের হাইডপিচ ফ্যাশন অবতারে আবির্ভূত হন মেট গালা কার্পেটে। কে কতটা সাহসী ছাপ রাখতে পারে নিজের পোশাকে, তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেলেবদের দেখতে লক্ষ লক্ষ টাকার টিকিট কেটে ভিড় জমান দর্শকরা।

মেট গালা এবার ৭১-এ পা দিল। থিম ছিল, ‘ক্যাম্প: নোটস অন ফ্যাশন’। সেখানেই ‘ক্যাম্প লেডি’র বেশে ধরা দিলেন প্রিয়ঙ্কা চোপড়া। ‘ক্যাম্প’-এর মূল ভাবনা স্বাভাবিকতার বাইরে গিয়ে সাজ। যে সাজের মধ্যে থাকবে নাটকীয়তা, সব মিলিয়ে ‘ওভার দ্য-টপ’ গোছের ব্যাপার থাকবে। যে ভাবনাকে দেশি গার্ল সসম্মানে ফুটিয়ে তুলেছেন তাঁর পোশাক ও স্টাইল স্টেটমেন্টে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement