Advertisement
Advertisement

Breaking News

Priyanka Sarkar

রুক্মিণীর পর আরেক ‘নটী বিনোদিনী’ পেল টলিপাড়া, চিনতে পারছেন কে এই অভিনেত্রী?

'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

Priyanka Sarkar's New look for movie is out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 3, 2023 11:13 am
  • Updated:March 3, 2023 3:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক রামকমলের ‘নটী বিনোদিনী’ ছবিতে বিনেদিনীর অবতারে রুক্মিণী মৈত্রকে দেখে ইতিমধ্য়েই সিনে মহলে নানা আলোচনাও। একদিকে যেমন বিনোদিনী রূপে রক্মিণী প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে, কটাক্ষের শিকারও হয়েছেন। তবে সে সব ভুলে রুক্মিণী এখন এই ছবির শুটিংয়ে ব্যস্ত। ঠিক এই সময়ই প্রকাশ্য়ে এলেন টলিপাড়ার আরেক নটী বিনোদিনী। আর তিনি হলেন টলিউডের অন্যতম অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তবে এই ছবির চিত্রনাট্য়কার সৃজিত। পরিচালকের রয়েছে বড় চমক। হ্য়াঁ, প্রিয়াঙ্কার নটী বিনোদিনীর লুক শেয়ার করে এমনটাই জানিয়েছেন প্রযোজক রানা সরকার।

ইনস্টাগ্রামে রানা লিখলেন, ‘নটি বিনোদিনীর চরিত্রে প্রিয়াঙ্কা সরকার…না, নটি বিনোদিনী নিয়ে আরেকটা সিনেমা নয়, সৃজিত মুখার্জির ঘোষিত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ একটি গুরুত্বপূর্ন অংশ গিরিশ ঘোষ ও বিনোদিনী দাসীর গল্প, কিভাবে শ্রীচৈতন্য প্রভাবিত করেছিল এদের দুজনকে সেই গল্প, বিশদে এখনই বলা যাবে না।

Advertisement

 উল্লেখ্য ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমাটির চিত্রনাট্য সৃজিত মুখার্জির লেখা কিন্তু সৃজিত ছবিটি পরিচালনা করছে না, কে পরিচালনা করবে সেখানেও চমক আছে অপেক্ষা করুন জানানো হবে।

আপাতত প্রিয়াঙ্কার লুক প্রকাশ করছি যাতে অনেক নটি বিনোদিনীর মধ্যে আমাদের কাস্টিং হারিয়ে না যায়।

চরিত্র পরিকল্পনা : সাবর্ণী দাস,
মেকআপ শিল্পী : সোমনাথ কুন্ডু,
ফটোগ্রাফ : আশীষ দাস

[আরও পড়ুন: দেখানো যাবে না ‘পথের পাঁচালী’ ও ‘চারুলতা’! ওড়িশার চলচ্চিত্র উৎসবে গেরুয়া শিবিরের তাণ্ডব ]

ছবিটি আমরা শুটিং শুরু করবো জুন মাসে পুরীর রথযাত্রা দিয়ে, তারপর কখন শেষ হবে ও রিলিজ হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না।’

প্রসঙ্গত, সম্প্রতি কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বলিউডের জনপ্রিয় পরিচালক প্রদীপ সরকার ‘নটী বিনোদিনী’র বায়োপিক তৈরি করছেন। কঙ্গনার কথায়, ”পরিচালক প্রদীপ সরকারের সঙ্গে বহুদিন ধরে কাজ করার ইচ্ছে ছিল। তাঁর তৈরি ছবিগুলোও আমার বেশ প্রিয়। তার উপর এমন এক ঐতিহাসিক চরিত্র। সব মিলিয়ে এই ছবিতে অভিনয় করার জন্য মুখিয়ে আছি।” বলিউড-টলিউড মিলে এবার দর্শক পেতে চলেছেন তিনজন নটী বিনোদিনীকে।

[আরও পড়ুন: বিভ্রান্তিকর ভিডিও আপলোড! শেয়ার বাজারে নিষিদ্ধ সস্ত্রীক অভিনেতা আরশাদ ওয়ারসি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement