Advertisement
Advertisement

Breaking News

প্রিয়াঙ্কা সরকার

‘বিবাহ অভিযান’ ছবির শুটিংয়ের সময় সেটে গুরুতর জখম প্রিয়াঙ্কা

কী হয়েছে অভিনেত্রীর?

Priyanka Sarkar injured in shooting set of Birsa's 'Bibaho Avijan'
Published by: Sayani Sen
  • Posted:April 22, 2019 7:34 pm
  • Updated:April 23, 2019 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিপাকে ‘বিবাহ অভিযান’৷ ফের নায়িকাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সমস্যা৷ তবে যা ভাবছেন, তা নয়৷ মানে মিমির মতো অন্য কোনও অভিনেত্রী ছবি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন সেটাও নয়৷ সমস্যা তৈরি হয়েছে প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে৷ কারণ, শুটিং চলাকালীন গুরুতর চোট পেয়েছেন তিনি৷

[ আরও পড়ুন: ‘ভারত’-এর ট্রেলারে নজর কাড়লেন সলমন, নতুন রূপে ধরা দিলেন ক্যাটরিনা]

‘বিবাহ অভিযান’ ছবিতে শুটিং চলছিল৷ তাতে একটি শুটিংয়ের দৃশ্যে দৌড়নোর কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের৷ সেই দৃশ্যের শুটিং চলাকালীন আচমকাই বিপত্তি৷ পড়ে যান প্রিয়াঙ্কা৷ বেশ জোরে হাঁটুতে চোট পান তিনি৷ যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন অভিনেত্রী৷ তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ হাঁটুর হাড়ে চিড় ধরেছে প্রিয়াঙ্কার৷ আপাতত কোনও কাজ করতেই বারণ করা হয়েছে অভিনেত্রীকে৷ নিয়মিত ওষুধের পাশাপাশি সেরে ওঠার জন্য বিশ্রামই যে তাঁর একমাত্র ভরসা, তা পরিষ্কারই প্রিয়াঙ্কাকে জানিয়ে দিয়েছেন চিকিৎসক৷ তাই আপাতত সেরে না ওঠা পর্যন্ত বন্ধই থাকছে ‘বিবাহ অভিযান’-এর শুটিং৷

Advertisement

[ আরও পড়ুন: প্রথম পোস্টারেই কমেডির ছোঁয়া, ‘বিবাহ অভিযান’ ঘিরে চড়ছে পারদ]

এই প্রথমবার কোনও হাসির গল্পে ছবি তৈরি করছেন বিরসা দাশগুপ্ত৷ গল্প এক্কেবারেই বাঙালিয়ানার মোড়কে ঢাকা৷ অসমবয়সী দুই বন্ধু এবং তাঁদের স্ত্রীদের নিয়ে তৈরি ছবি৷ এক বন্ধুর চরিত্রে দেখা যাবে রুদ্রনীল৷ অন্যদিকে এক্কেবারে সুপুরুষ যুবকের চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ৷ রুদ্রনীল যেকোনও উপায়ে বউকে কাছে পাওয়ার জন্য মরিয়া৷ অন্যদিকে, অঙ্কুশ চান তাঁর ডাকাবুকো স্ত্রীর হাত থেকে রক্ষা পেতে৷ ইতিমধ্যেই ছবির পোস্টার মুক্তি পেয়েছে৷ তাতে দেখা গিয়েছে রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, নুসরত ফারিয়া, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকারকে। ওই পোস্টারে তিন নায়ককে দেখা গিয়েছে বিয়ের সাজে। কিন্তু মুখভঙ্গি তাঁদের হতাশায় ভরপুর। তবে তিন নায়িকাকে দেখা গিয়েছে খোশমেজাজে। ওই পোস্টার দেখে প্রিয়াঙ্কা সরকার ও অনির্বাণ ভট্টাচার্যের জুটি সম্পর্কে সেভাবে কিছুই বোঝা যায়নি৷ হাসি এবং রোম্যান্সে ভরা ‘বিবাহ অভিযান’ দর্শকদের মন কতটা কাড়তে পারে সেটাই দেখার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement