Advertisement
Advertisement

Breaking News

Priyanka Sarkar

প্রিয়াঙ্কার প্রেমে ‘কুরবান’ অঙ্কুশ, নতুন ছবিতে বড় চমক জুটির

হিজল ও হাসানের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা ও অঙ্কুশকে।

Priyanka Sarkar and Ankush pairup for new movie| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 25, 2023 10:30 am
  • Updated:August 25, 2023 10:30 am  

বিদিশা চট্টোপাধ্যায়: ‘আবার বিবাহ অভিযান’-এর পর আবার দাম্পত্যের ছবিতে অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা। তবে এবার বর পালিয়ে যাচ্ছে না, বরং তাদের ভরা সংসার এই বাংলার মাটিতে। তথ্যচিত্র পরিচালক শৈবাল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘কুরবান’-এ হাসান এবং হিজলের চরিত্রে দেখা যাবে অঙ্কুশ এবং প্রিয়াঙ্কাকে। ‘কুরবান’ মনুষ্যত্বের গল্প বলে, মানুষের কথা বলে, হাসানের কথা বলে। গ্রামীণ প্রেক্ষাপটে সহজ সরল হাসান ও হিজলের সংসার। অন্য মানুষের থেকে একটু বেশিই অনুভূতিপ্রবণ হাসান। সে তার আব্বা, আম্মি এবং আম্মির সই পাতানো বোন (হিন্দু) যাকে সে মাসি বলে ডাকে– তাদের নিয়ে সুখের সংসার। রয়েছে তাদের মিষ্টি ছেলে হাসু, মাসির আদরের গোপাল। হাসানের জীবনবোধ অন্যদের চেয়ে অনেক আলাদা। সে বিশ্বাস করে, ছিপ দিয়ে মাছ ধরলে আসলে বিশ্বাসঘাতকতা করা হয়। হাসান এই জীবনকে অন‌্য চোখে দেখে এবং উল্টোটাও সত্যি। জীবনও তাকে নানা চ‌্যালেঞ্জ ছুড়ে দেয়। এই সুখের জীবনে একটা সময় আসে যখন তার নিজের জীবনবোধ বাধা হয়ে দঁাড়ায়। তখন সে কী করে তাই নিয়েই এই ছবি ‘কুরবান’।

[আরও পড়ুন: জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী আলিয়া-কৃতী স্যানন, তালিকায় ‘পুষ্পা’রাজ আল্লু অর্জুনের]

শৈবাল মুখোপাধ্যায় জানালেন, ‘‘লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে। হাসানের চরিত্রায়ণের সময় যেমন প্রথমেই অঙ্কুশের সংবেদনশীল চোখদুটো ভেসে উঠেছিল। একইভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়াঙ্কার মধ্যে। গ্রামের একটি সুন্দর, অল্পবয়সি, প্রাণবন্ত, মুসলিম বউ, যে তার নিজের কথা বলতে পারে। যার নিজের স্বপ্নের জগৎ আছে। ফরচুনেটলি গল্প শোনানোর পর ওরা দু’জনেই সিনেমাটা করতে রাজি হয়ে যায়। এরপর শুটিং-এ, আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে যখন ওরা চরিত্রের ইনভলভমেন্টে এতটাই বাস্তব হয়ে ওঠে যে ফ্লোরে অঙ্কুশ ও প্রিয়াঙ্কার জায়গায় আমরা হাসান ও হিজলকে দেখতে পাই।’’ প্রিয়াঙ্কা খুব উচ্ছ্বসিত এই ছবি নিয়ে। তিনি জানালেন, ‘আমি যখন স্ক্রিপ্টটা শুনি, গোটা লেখায় একটা সেনসিটিভ টাচ ছিল, যেটা আমার মন ছুঁয়ে যায়। প্রতিটা চরিত্রায়ণ দারুণ এবং প্রত্যেকের একটা মানবিক দিক আছে। হিজলের চরিত্রটা খুব বাস্তব-ঘেঁষা, শুধু তাই নয়, আমার ভাল লাগে যে হিজল তার নিজের চাহিদার কথা বলতে পারে। এই ছবিতে অভিনয় করার সুযোগ আছে। আমরা একেবারে রিয়েল লোকেশনে শুটিং করেছি।’

Advertisement

অঙ্কুশকে আগে এই ধরনের চরিত্রে দেখা যায়নি। অভিনেতা নিজেও বললেন, ‘এত ইন্টেন্স চরিত্র আমি আগে কখনও করিনি। এই চরিত্র করতে নানা রেঞ্জের অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে এবং গভীর ছাপ ফেলেছে। যেটা আগে এতটা হয়নি। হাসান আমার কেরিয়ারে খুব চ্যালেঞ্জিং চরিত্র।’ ‘কুরবান’-এ এছাড়াও দেখা যাবে শান্তিলাল মুখোপাধ‌্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় ও অন্যদের। এই বছরের শেষে ছবি মুক্তি পাওয়ার কথা।

[আরও পড়ুন: করোনা আবহ ও বাঙালি পরিবারের সংকট নিয়ে ছবি, জাতীয় পুরস্কারে বাংলার সেরা ‘কালকক্ষ’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement