Advertisement
Advertisement

OMG! এত কোটি টাকায় বিক্রি হবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের ছবি!

টাকার অংক শুনলে মাথা ঘুরে যাবে৷

Priyanka-Nick's wedding photos sold!
Published by: Sayani Sen
  • Posted:November 12, 2018 5:47 pm
  • Updated:November 12, 2018 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে বিয়ের মরশুম৷ আর মাত্র কয়েকদিন পরই চার হাত এক হতে চলেছে রণবীর-দীপিকার৷ তারপরই জুটি বাঁধবেন নিক-প্রিয়াঙ্কা৷ লাভ বার্ডের সাতপাকে ঘোরা নিয়ে গুঞ্জনের শেষ নেই৷ গুঞ্জনে জুড়ল নয়া ইন্ধন৷ শোনা যাচ্ছে, বিয়ের ছবি নাকি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ‘দেশি গার্ল’৷ 

[নিক-প্রিয়াঙ্কার বিয়েতে বরযাত্রী কারা জানেন?]

১৮ আগস্ট চুপিসারে রোকা সেরে ফেলেছিলেন প্রিয়াঙ্কা৷ বিয়ের দিনক্ষণ নিয়েও মুখ খোলেননি তিনি৷ শোনা যাচ্ছে, ২ ডিসেম্বর নাকি মার্কিনি বয়ফ্রেন্ডের সঙ্গে চার হাত এক হচ্ছে দেশি গার্লের৷ যোধপুরেই বসতে চলেছে বিয়ের আসর৷ ৩০ নভেম্বর থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান৷ মেহেন্দি অনুষ্ঠানেও থাকবে চমক৷ সম্পর্কের উষ্ণতা ঠিক কতটা, তা নাকি হবু স্ত্রীকে গানের মাধ্যমেই বুঝিয়ে দেবেন নিক নিজেই৷ তিনদিন ধরে দুই রীতিতে বিয়ে সারবেন নিক-প্রিয়াঙ্কা৷ রাজকীয় বিয়ের অনুষ্ঠানে ক্যামেরার ঝলকানি যে থাকবে না, তা তো হতেই পারে না৷ শোনা যাচ্ছে, ‘দেশি গার্ল’-এর জীবনের বিশেষ দিনের ছবি নাকি বিক্রি করা হবে৷ ছবির দাম ১৮ কোটি টাকা৷ একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রকাশিত হবে রাজকীয় ওই বিয়ের ছবি৷ এ বিষয়ে এখনও কিছুই জানাননি প্রিয়াঙ্কা৷

Advertisement

[জানেন, বিয়ের আগে কীভাবে নিজেকে সুস্থ রাখছেন দীপিকা?]

রণবীর-দীপিকার মতো দুটি রিসেপশেনর আয়োজন করেছেন ‘দেশি গার্ল’৷ আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন অন্তত ১৫০০-২০০০ জন৷ শোনা গিয়েছে, রাগ-অভিমান ভুলে ভাইজানও উপস্থিত থাকবেন রিসেপশনে৷ আগস্টেই শুরু হওয়ার কথা ছিল ‘ভারত’ সিনেমার শুটিং৷ নিকের সঙ্গে বাগদান পর্ব সারার আগে ওই সিনেমায় অভিনয় করবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা৷ ‘দেশি গার্ল’-এর সিদ্ধান্তেই নাকি বেজায় চটেছিলেন সলমন খান৷ তবে আপাতত সম্পর্কের শীতলতা নাকি মিটেছে৷ প্রিয়াঙ্কার বিয়েতে হয়তো দেখা যেতে পারে সলমনকেও৷ রণবীর কাপুর-আলিয়া ভাট, তাঁরাও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়৷ ইতিমধ্যেই বি-টাউনে আলিয়া-রণবীরকে নিয়েও শুরু হয়ে গিয়েছে জোর গুঞ্জন৷ ফারহান আখতার, সিদ্ধার্থ রায়ও থাকতে পারেন নিক-প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠানে৷ বিয়ের আগে এখন দিল্লিতে প্রিয়াঙ্কা৷ বেশ খোশমেজাজেই দিন কাটছে তাঁর৷ সকালের সূর্যকে উপভোগ করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন পিগি চপস৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement