সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন নয়ের দশকের অভিনেতা বীরু কৃষ্ণণ। শনিবার, ৭ সেপ্টেম্বর মুম্বইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা তথা জনপ্রিয় নৃত্যশিল্পী। সূত্রের খবর, রবিবার সান্তাক্রুজের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ১৯৯৬ সালে আমির খান এবং করিশ্মা কাপুর অভিনীত খ্যাতনামা ছবি ‘রাজা হিন্দুস্তানি’তে নজর কেড়েছিল বীরু কৃষ্ণণের অভিনয়।
অভিনয়ের পাশাপাশি বীরু নিজে একজন বিখ্যাত কত্থক শিল্পী ছিলেন। বলিউডের প্রথম সারির বহু খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীরাই প্রথাগতভাবে নাচ রপ্ত করার জন্য তাঁর কাছে তালিম নিয়েছিলেন। আর তারকা শিষ্যদের সেই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, করণভীর বোহরার মতো ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জ্ঞাপন করেছেন একাধিক বলিউড তারকা।
বলিউডের অনেকের মতেই, প্রতিভাবাণ এই ব্যক্তি বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতেন। তাই বোধহয় নিঃশব্দেই চিরবিদায় নিলেন পৃথিবী থেকে। শোকবার্তায় প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, “আমি যখন খুবই ছোট তখন আপনিই আমাকে নাচ শেকানো শুরু করেছিলেন। নাচের প্রতি আপনার প্যাশন এবং ধৈর্য এতটাই ছিল যে আপনার কাছ থেকে শুধু কত্থক নয়, জীবনে অনেক কিছুই শিখেছিলাম। গুরুজি আপনার কথা চিরদিন মনে থাকবে।”
You taught me to dance when I was two left feet. Your patience and passion for dance was so infectious that each one of us not only learned Kathak, but so much more from you. You will always be remembered Guruji. 🙏 #panditveerukrishnan https://t.co/pfQerVQgby
— PRIYANKA (@priyankachopra) September 7, 2019
পণ্ডিত গুরু বীরু কৃষ্ণণজির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন করণবীর বোহরা এবং আতিয়া শেঠিও।
This is very sad news indeed. Prayers and heartfelt condolences to Guruji’s family. He really was an institution & his passion for kathak and patience with his students made him an exemplary teacher. #RIP #panditveerukrishnan https://t.co/LDoSh3Ok6G
— Lara Dutta Bhupathi (@LaraDutta) September 7, 2019
omg, so sad and shocked to hear this. RIP guruji ✨🙏🏼 thank you for teaching us— hard work, discipline and to truly love the form of Kathak. https://t.co/6NvRtnb9ph
— Athiya Shetty (@theathiyashetty) September 7, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.