Advertisement
Advertisement
Priyanka Gandhi

মোদির চোখে জল, ‘ঠিক যেন তেরে নাম-এর সলমন খান!’, কটাক্ষ প্রিয়াঙ্কার

ঠিক করে দিলেন প্রধানমন্ত্রীর বায়োপিকের নামও।

Priyanka Gandhi’s ‘Tere Naam’ dig at PM Narendra Modi | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 16, 2023 12:31 pm
  • Updated:November 16, 2023 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টাইগার’ ৩ রিলিজের জন্য বর্তমানে সলমন খান ট্রেন্ডিংয়ের শিরোনামে। চুটিয়ে ব্যবসা করছে এই সিনেমা। আর সেই সুবাদেই শেষমেশ বছর খানেক বাদে বক্স অফিসে তাঁর ‘গর্জন’ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতির মাঝেই সলমন খানের সঙ্গে তুলনা টানা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির!

মোদিকে ভাইজানের সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ‘তেরে নাম’ ছবিতে সলমনকে যেরকম চরিত্রে দেখা গিয়েছিল, তার সঙ্গেই প্রধানমন্ত্রীর কর্নাটকের সভার প্রসঙ্গ মিলিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সোনিয়াকন্যা। বুধবার মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানেই কংগ্রেস নেত্রী বলেন, “উনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি সবসময় নিজের ব্যক্তিগত ব্যথা নিয়েই দুঃখ প্রকাশ করতে থাকেন। কী কী কুকথা শুনতে হয়েছে, তার লম্বা তালিকা নিয়ে উনি সেদিন কর্নাটকে গিয়েছিলেন। দেখে মনে হল, উনি কেঁদেই যাচ্ছেন। সলমন খানের ‘তেরে নাম’ সিনেমাটা দেখেছেন? ওই ছবিতে সলমন শুরু থেকে শেষ অবধি কেঁদেছিল।”

Advertisement

[আরও পড়ুন: চক দে ইন্ডিয়া! ভারতের বিশ্বজয়ের আশায় বিরাট মন্ত্র দিলেন ‘ক্যাপ্টেন কবীর’ শাহরুখ]

এরপরই নরেন্দ্র মোদির বায়োপিকের কথা উল্লেখ করেন। তবে শুধু তাই নয়, সেই ছবির নাম কী হবে, সেটাও ঠিক করে দেন প্রিয়াঙ্কা। তাঁর মন্তব্য, “এবার প্রধানমন্ত্রী মোদিকে নিয়েও একটা সিনেমা বানানো হোক। যার নাম হবে ‘মেরে নাম’।” প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ওই সভায় বিজেপির অন্যান্য নেতাদেরও কটাক্ষ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “ভারতীয় জনতা পার্টির সব নেতারাই কিছুটা অদ্ভুত।”

[আরও পড়ুন: বিরাটের বায়োপিকে রণবীর কাপুর! সৌরভের চরিত্র ফসকানোর পর সুবর্ণ সুযোগ, কী বললেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement