Advertisement
Advertisement
Priyanka Chopra

জামাই হিসেবে নিককে প্রথমে মেনে নিতে পারেননি প্রিয়াঙ্কার মা! কীসের ভয় ছিল?

২০১৮ সালের ডিসেম্বর মাসে মার্কিন পপ তারকাকে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা।

Priyanka Chopra's Mother Madhu Chopra had this 'Apprehension' When She Decided To Marry Nick | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 11, 2023 9:31 pm
  • Updated:November 11, 2023 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালের পয়লা ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসকে (Nick Jonas) বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। কিন্তু বিদেশি জামাইকে নাকি প্রথমেই মেনে নিতে পারেননি মধু চোপড়া। কিছুটা ভয় তাঁর মনে ছিল।

Priyanka-Madhu-Nick-1

Advertisement

এক সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মধু চোপড়া জানান, নিক ভালো ছেলে তা তিনি জানতেন। কিন্তু প্রিয়াঙ্কার জীবনসঙ্গী হিসেবে নিক কেমন হবেন তা জানা ছিল না। সেই জন্যই প্রিয়াঙ্কা যখন নিককে বিয়ের সিদ্ধান্ত নেন, হবু জামাইয়ের সঙ্গে মধু চোপড়া আলাদা করে কথা বলেন। সে যেন নিকের জন্য অগ্নিপরীক্ষা ছিল। কিন্তু নিকের সঙ্গে কথা বলে মধু বুঝতে পারেন, তিনিই প্রিয়াঙ্কার জন্য যোগ্য।

[আরও পড়ুন: ধনতেরাসে জোড়া ফ্ল্যাট বিক্রি রণবীর-দীপিকার! বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর না অর্থকষ্ট?]

নিক খুবই ভালো মানুষ। প্রিয়াঙ্কার মতো তিনিও পরিবারকে প্রাধান্য দেন। কিন্তু একটা আশংকা মধু চোপড়ার মনে ছিল। যা হয়তো সব মায়ের মনেই থাকে। বিয়ের পর মেয়ে তাঁকে ছেড়ে চলে যাবে, এই ভয়টাই পেয়েছিলেন মধু চোপড়া। তবে খুবই অল্প সময়ের জন্য এই কথা মাথায় এসেছিল তাঁর। নিজেকে মধু বুঝিয়েছিলেন, মেয়ের সঙ্গে তো যে কোনও সময় তিনি দেখা করতে পারেন।

Priyanka-Madhu-Nick-2

নিজের এই সাক্ষাৎকারে মধু চোপড়া এও জানান, তাঁর পরিবারে নিককে নিয়ে কোনও সমস্যাই ছিল না। কারণ তাঁরা বহুদিন আমেরিকায় ছিলেন। ফলে মানসিকতার দিক থেকে কোনও সমস্যা হয়নি। প্রসঙ্গত, ২০২২ সালে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হন প্রিয়াঙ্কা। মেয়ের নাম রেখেছেন মালতী মেরি জোনাস। এখন নাতনিকে নিয়ে দিব্যি সময় কাটে মধু চোপড়ার।

[আরও পড়ুন: বিতর্কে ‘পিপ্পা’র ‘লৌহ কপাট’, দর্শকের মন কি জিততে পারল ছবিটি? পড়ুন রিভিউ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement