Advertisement
Advertisement

Breaking News

Priyanka Chopra Nick Jonas

প্রিয়াঙ্কার ‘দেশি সোয়্যাগ’, ভাই সিদ্ধার্থের বিয়েতে বিদেশি শ্বশুরকে দিয়ে মিষ্টি বিলোলেন নায়িকা

প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়েতে মিষ্টি বিলোলেন নিক জোনাসের বাবা। জামাই নিক কি এলেন?

Priyanka Chopra's father-in-law distributes sweets at her brother's mehendi, Watch
Published by: Sandipta Bhanja
  • Posted:February 6, 2025 4:33 pm
  • Updated:February 6, 2025 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের জন্য দিন কয়েক আগেই মার্কিন মুলুক থেকে ভারতে চলে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। প্রথমে রাজামৌলির নতুন ছবির কাজে দক্ষিণী প্রদেশে ঢুঁ মারার পর বর্তমানে তিনি মায়ানগরীতে। এদিকে বউমার ভাইয়ের বিয়ের জন্য ছেলেকে ছাড়াই আগেভাগে মুম্বইতে পা রেখেছেন প্রিয়াঙ্কার শ্বশুর-শাশুড়ি। ‘বিদেশি ব্যাটেলিয়ন’ নিয়েই সিদ্ধার্থের বিয়ের আসরে কোমর বেঁধে লেগে পড়েছেন অভিনেত্রী। বুধবার গায়ের হলুদের অনুষ্ঠানের একাধিক ছবি-ভিডিও প্রকাশ্যে এসেছে। তার ফাঁকেই দেখা গেল, বউমার ভাইয়ের বিয়েতে পুরোদস্তুর দেশি মুডে ‘পাপা জোনাস’। অতিথি আপ্যায়ণের পাশাপাশি মিষ্টিও পরিবেশন করতে দেখা গেল তাঁকে।

Advertisement

প্রিয়াঙ্কা যে তাঁর ফিল্মি কেরিয়ারের পাশাপাশি বেশ সুগৃহিণী, শ্বশুরবাড়ির সকল সদস্যদের একসূত্রে বেঁধে রেখেছেন সেই প্রমাণ একাধিকবার মিলেছে তাঁর সোশাল মিডিয়া কিংবা সাক্ষাৎকারে। জোনাস ব্রাদার্সের পাশাপাশি শ্বশুর-শাশুড়ির সঙ্গেও প্রিয়াঙ্কার সঙ্গে যেমন দারুণ সম্পর্ক, তেমনই বেয়ান মধু চোপড়ার সঙ্গে। তাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁরাও দিন দুয়েক আগেই মুম্বইতে পাড়ি দিয়েছেন। গায়ে হলুদের পর বুধবার রাতে সিদ্ধার্থ চোপড়া, নীলম উপাধ্যায়ের মেহেন্দির আসরেও বেশ সক্রিয় দেখা যায় প্রিয়াঙ্কার শ্বশুরমশাই কেভিন জোনাস এবং শাশুড়ি ডিনাইস মিলার জোনাসকে। হাতে মিষ্টির ট্রে নিয়ে অতিথিদের পরিবেশন করছিলেন তিনি। পাপারাজ্জিদেরও মিষ্টি বিলোতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, নিক জোনাসের বাবাকে এও বলতে শোনা যায় যে, “আমি প্রিয়াঙ্কার তরফে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ, একটু মিষ্টিমুখ করে নিন।” কেভিনের এহেন আন্তরিকতা মন ছুঁয়েছে ভারতীয়দের। একাংশের কথায়, ভারতীয় সংস্কৃতির ‘অতিথি দেব ভব’ মন্ত্রে দীক্ষিত হয়ে গিয়েছেন কেভিন জোনাসও। সেই ক্যামেরাবন্দি মুহূর্তই নেটপাড়ায় ভাইরাল।

এদিকে কর্মব্যস্ততার জন্য স্ত্রী, কন্যার সঙ্গে আগে পৌঁছতে পারেননি নিক জোনাস। বৃহস্পতিবার দুপুরে মুম্বই বিমানবন্দরে দেখা গেল চোপড়াদের পরদেশি জামাইকে। প্রতিবারের মতো এবারেও হেসে, হাত নেড়ে পাপারাজ্জিদের মন জয় করলেন নিক জোনাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub