সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিয়ারা-সিদ্ধার্থ কিংবা আলিয়া-রণবীর। বলিউড সেলেবদের বিয়ে মানেই সাদা আর হালকা রঙের পোশাক। পরিণীতি-রাঘবের বিয়েও তাঁর থেকে ব্যতিক্রম নয়। আর তা নিয়েই নেটপাড়ায় তুমুল তর্ক-বিতর্ক। অনেকে বলছেন, হঠাৎ কেন আলিয়াকে নকল করলেন পরিণীতি চোপড়া! নেটপাড়া যখন এসব বিতর্কে উত্তাল, ঠিক তখনই বিতর্কের আগুনে ঘি ঢাললেন প্রিয়াঙ্কার বিয়ের ফটোগ্রাফার জোসেফ রেডিক। প্রিয়াঙ্কার বিয়ের ছবি পোস্ট করে রেডিক লিখলেন, ”ভারতীয় কনেরা ইদানিং নাকি আর রংবেরঙের পোশাক পরছেন না। এ নিয়ে নানা রকম কথা হচ্ছে। আমার প্রিয় প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু বিয়ের দিন এমনটা করেননি। ভালবেসে বেছে নিয়েছিলেন রংকেই। আমার দেশি গার্লই সবচেয়ে ভাল।”
ব্যক্তিগত কাজ থাকায় পরিণীতির বিয়েতে আসতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। তবে সুদূর আমেরিকা থেকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। তবে শুধু শুভেচ্ছা নয়, তাঁর পোস্টে পরিণীতিকে ছোট্ট টিপসও দিলেন প্রিয়াঙ্কা।
পরিণীতির বিয়ের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখলেন, ”পিচকার পারফেক্ট। তোমাদের দুজনকে প্রচুর ভালবাসা পাঠালাম। চোপড়া পরিবারে তোমাকে স্বাগত চাড্ডা। আমাদের পাগলের দুনিয়া তোমার ভালো লাগবে।”
পরিণীতির ডাক নাম ধরে ডেকে প্রিয়াঙ্কা আরও লিখলেন, ”তিশা তুমি সবচেয়ে সুন্দর নববধূ। সারাজীবন তুমি খুশি থেকো। আর হ্যাঁ, আগলে রেখো তোমার ভালোবাসাকে।”
রবিবাসরীয় গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সম্পন্ন হল ‘রাঘনীতি’র। ঠিক যেন রূপকথা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বর-কনের ছবি দেখার অপেক্ষায় সোশাল মিডিয়া থেকে চোখ সরছিল না ভক্তদের। এবার ইচ্ছেপূরণ। প্রকাশ্যে রাঘব-পরিণীতির বিয়ের একাধিক ছবি। ‘রাঘনীতি’কে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সহকর্মীরা। ‘মার্বেল ওয়েডিং থিমে’র সঙ্গে মানিয়ে সাজপোশাক Mr. & Mrs. চাড্ডার (Parineeti Raghav Wedding Picture)। মার্কিন মুলুক থেকেই আশীর্বাদ করলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
রাঘব-পরিণীতি (Parineeti Chopra and Raghav Chadha Wedding) লিখলেন, “প্রথম ব্রেকফাস্ট টেবিলের গল্প থেকেই, আমাদের মন বুঝে গিয়েছিল। অনেকদিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলাম। অবশেষে শ্রীমান, শ্রীমতী! একে-অপরকে ছাড়া বাঁচব না। শুরু হল পথচলা।” আয়ুষ্মান খুরানা, এষা দেওল, অনুপম খের, বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া, বাদশা, হরভজন সিং, সানিয়া মির্জা, নীনা গুপ্তা, মনীশ মালহোত্রা সকলেই পরিণীতির পোস্টে শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.