Advertisement
Advertisement

Breaking News

Priyanka Chopra

‘আমি অস্থির, মস্তিষ্ক কাজ করছে না’, খরা কবলিত কেনিয়ার দুর্দশা দেখে আঁতকে উঠলেন প্রিয়াঙ্কা চোপড়া

এর আগে ইউক্রেনীয় রিফিউজিদের সঙ্গে দেখা করেছিলেন প্রিয়াঙ্কা।

Priyanka Chopra visits drought-hit Kenya, says ‘as a new mother, it really hits differently | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 18, 2022 12:15 pm
  • Updated:October 18, 2022 8:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই মন ঠিক করতে পারছেন না প্রিয়াঙ্কা চোপড়া। চোখের সামনে ভেসে উঠছে, সেই ভয়ানক দৃশ্য। খাবার, জলের হাহাকার যেন টিকতে দিচ্ছে না তাঁকে। চোখের সামনে দেখেছেন খিদের জন্য ছটফট করছে একরত্তিরা। প্রিয়াঙ্কাও তো মা। বুক কেঁপে উঠেছে তাঁর।

প্রিয়াঙ্কা (Priyanka Chopra) শুধু অভিনেত্রী নন। তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডরও। আর সেই কারণেই সম্প্রতি গিয়েছিলেন কেনিয়ায়। সেখানে খরা। কেনিয়ায় পৌঁছে দেখা করলেন স্থানীয় লোকজনের  সঙ্গে। সেই সফরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রিয়াঙ্কা লিখলেন, ”আমি খুব অস্থির। আমার মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না। কেনিয়াতে পা দেওয়ার পর থেকে খুবই অশান্ত আমার মন। চারপাশে যে হাহাকার দেখছি, তা সত্যিই সহ্য করা যায় না। কিন্তু তবুও এই সফর শেষ করতেই হবে।”

Advertisement

প্রিয়াঙ্কা আরও লিখলেন, ”খিদের জ্বালায় মরতে বসেছে শিশুরা। চারদিকে যেন মৃত্যু মিছিল। জল নেই, খাবার নেই। প্রকৃতি এভাবেই যেন বদলা নিচ্ছে। তবে জীবনের আরেক নাম আশা। সব ঠিক হয়ে যাবে দ্রুতই।” ইউনিসেফের তরফ থেকে কেনিয়া সফরে গিয়েছেন প্রিয়াঙ্কা। খরাগ্রস্ত এলাকা দর্শন করবেন তিনি। কেনিয়ায় পৌঁছে, সেখানকার অবস্থা দেখে রীতিমতো মনখারাপ প্রিয়াঙ্কার।

[আরও পড়ুন: ‘আমার চরিত্র খারাপ, মেয়ে দেখলে সামলাতে পারি না!’ গওহর খানকে স্পষ্টই জানিয়েছিলেন সাজিদ ]

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করে আগেও সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতিতে বাস্তুহারা মানুষের কথাই উঠে এসেছিল প্রিয়াঙ্কার নানা লেখায়। তবে শুধু সোশ্যাল মিডিয়ার পোস্টেই আটকে রইলেন না প্রিয়াঙ্কা। পোল্য়ান্ডে পৌঁছে দেখা করলেন ইউক্রেনীয় রিফিউজিদের সঙ্গে। তাঁদের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ কথা বললেন। শুনলেন তাঁদের সমস্যার কথা। ইউনিসেফের সদস্যদের সঙ্গে কোমর বেঁধে কাজও করলেন প্রিয়াঙ্কা। সময় কাটালেন শিশুদের সঙ্গেও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

প্রিয়াঙ্কা শুধু অভিনেত্রী নন। তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডরও। প্রিয়াঙ্কা রিফিউজিদের সঙ্গে দেখা করলেন সেলিব্রিটি সুলভ আচরণ ঝেড়ে ফেলেই। শুধু তাই নয়, বাস্তুহারাদের কথা শুনে কেঁদেও ফেলেন ‘পিগি চপস’।

এর আগে যুদ্ধে পরিজন হারানো, শেষ সম্বল হারানো মানুষদের সংকটের কথা ভেবে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে বিশ্ব নেতাদের মানবিক হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। প্রিয়াঙ্কা লিখেছিলেন, দয়া করে উদ্বাস্তুদের পাশে দাঁড়ান।

নিজের কাজ ও সন্তান নিয়েই ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি হলিউড প্রোজেক্ট। এছাড়াও শোনা যাচ্ছে, বিয়ার গ্রিলসের শোয়েও নাকি দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে। এরকমই ইচ্ছাপ্রকাশ করেছেন গ্রিলস নিজেই। এর আগে গ্রিলসের শোয়ে দেখা গিয়েছিল নিক জোনাসকে। সম্প্রতি রণবীর সিংও অংশ নিয়েছিলেন এই শোয়ে। তবে প্রিয়াঙ্কার তরফ থেকে এ ব্য়াপারে এখনও পর্যন্ত সবুজ সংকেত পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ফিরে এল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির ম্যাজিক, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র নতুন গানে চমক বুম্বাদার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement