Advertisement
Advertisement

Breaking News

Sunny Deol

দ্বিধাবিভক্ত বলিউড! কৃষক আন্দোলনের পাশে প্রিয়াঙ্কা-সোনম, কেন্দ্রের সমর্থনে সরব সানি দেওল

এই আন্দোলনকে কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে অনেকে। দাবি সানির।

Priyanka Chopra, Sonam Kapoor Support Farmers’ Protest; Sunny Deol Shows Belief In Govt | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 6, 2020 10:28 pm
  • Updated:December 6, 2020 10:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের মাঝে রীতিমতো চর্চায় বলিউড। কৃষক বিক্ষোভ নিয়ে তারকাদের মতামত জানতে আগ্রহী প্রত্যেকেই। আর বি-টাউনে চোখ রাখলে দেখা যাচ্ছে, অনেকেই যেমন এই পরিস্থিতিতে কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন, তেমনই কেন্দ্রের সমর্থনেও সুর চড়িয়েছেন একাধিক অভিনেতা-অভিনেত্রী।

গত কয়েকদিন ধরেই কৃষি আইনকে সমর্থন জানিয়ে পাঞ্জাব-দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন নিয়ে নানা প্রশ্ন তুলেছেন কঙ্গনা রানাউত। এমনকী, কেন কৃষি আইন নিয়ে এত সমস্যা, কেন প্রশ্নও করেছেন। তার জন্য বলিউড গায়ক মিকা সিং, অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। এবার কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন সানি দেওল। যিনি আবার পাঞ্জাবের বিজেপি সাংসদও। তাই এই পরিস্থিতিতে নিজের দলের পাশেই দাঁড়িয়েছেন তিনি। টুইটারে দীর্ঘ পোস্টে লেখেন, “দুনিয়ার সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, এটা কেন্দ্র ও কৃষকদের মধ্যের বিষয়। এর মধ্যে কারও হস্তক্ষেপের প্রয়োজন নেই। দুই পক্ষ আলোচনার মাধ্যমে নিশ্চিতভাবেই একটা সিদ্ধান্তে পৌঁছবে। কিন্তু কিছু মানুষ এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের আখের গুছনোর চেষ্টা করছে। তারা কৃষকদের বিষয়ে না ভেবে বরং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। তাই আমি আমার দল ও কৃষক- উভয়েরই পাশে আছি।”

Advertisement

তবে খোদ পাঞ্জাবের সাংসদ হয়ে কৃষি আইনকে সমর্থন করায় ক্ষুব্ধ কৃষকরা। অনেকেই প্রশ্ন করছেন, পাঞ্জাবের ভূমিপুত্র হয়েও তিনি কেন কৃষকদের দিকটি ভেবে দেখছেন না? সানি দেওলকে নিয়ে যখন ক্ষোভের পারদ ঊর্ধ্বমুখী, তখন কৃষকদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি টুইট করেন, “আমাদের কৃষকরাই অন্নদাতা। তাই গণতান্ত্রিক দেশে তাঁদের দাবি যাতে মানা হয়, সে ব্যাপারটা নিশ্চিত করা উচিত। আশা করি, দ্রুত এই সমস্যা মিটে যাবে।” কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করেছেন সোনম কাপুরও।

এদিকে, কৃষকদের সঙ্গে পাঁচ দফা আলোচনার পরও কোনও সমাধান সূত্র বের করতে পারেনি কেন্দ্র। ফের ৯ ডিসেম্বর হবে বৈঠক। তার আগে ৮ ডিসেম্বর দেশজুড়ে বনধের ডাক দিয়েছেন কৃষকরা। যাতে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement