Advertisement
Advertisement

Breaking News

Priyanka Chopra

বোন পরিণীতির বিয়ে নিয়ে মাথাব্যথা নেই! মহিলা সংরক্ষণ বিলকে ‘ঐতিহাসিক’ বলে প্রশংসা প্রিয়াঙ্কার

মার্কিন মুলুকে বসেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে সুর চড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া।

Priyanka Chopra Skips Parineeti's wedding, Demands Implementation Of Women's Reservation Bill | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 24, 2023 3:50 pm
  • Updated:September 24, 2023 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে উদয়পুরে যখন ‘১১ মুলুকের’ পুলিশ রাঘব-পরিণীতির (Raghav-Parineeti wedding) বিয়ের কড়া নিরাপত্তা নিয়ে সজাগ, তখন মার্কিন মুলুকের ফার্ম হাউজে একান্ত সময় কাটাতে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বোনের বিয়েতে তাঁর অনুপস্থিতি ভাবিয়ে তুলেছে অনুরাগীদেরও। এবার মার্কিন মুলুকে বসেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে সুর চড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া।

পরিণীতির বিয়েতে আসেননি বলে সোশাল মিডিয়ায় চর্চা সর্বত্র। অতঃপর বোনের বিয়ের জন্য ‘দেশি গার্ল’ এখন নেটপাড়ায় ট্রেন্ডিং। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “নবীন প্রজন্মের জন্য ঐতিহাসিক মাইলফলক। এই মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) নারী শক্তির বন্দনা করে দেশকে আরও একধাপ সঠিক পথে এগিয়ে দিল। কিন্তু এর গুরুত্বপূর্ণ পরবর্তী ধাপ হল এই বিলকে দ্রুত বাস্তবায়ন করা। এটাই প্রকৃত ভারত, যা নারীর ক্ষমতায়ণকে সমর্থন করে।”

Advertisement

[আরও পড়ুন: রাজনীতিবিদকে বিয়ে করবেন না, এই ছিল পরিণীতির পণ, কাকে বর হিসেবে চেয়েছিলেন?]

প্রসঙ্গত, পরিণীতির বিয়ের জন্য উদয়পুরে যখন সাজ সাজ রব, তখন ফার্ম হাউজে স্বামী নিক এবং জোনাস ব্রাদার্সকে নিয়ে দিব্যি ছুটির মেজাজে প্রিয়াঙ্কা (Nick-Priyanka)। সঙ্গে রয়েছে খুদে মালতী মেরিও। স্বামীর মিউজিক কনসার্টের জন্যই সম্ভবত ভারতে এসে বোনের বিয়েতে যোগ দিতে পারেননি প্রিয়াঙ্কা। তবে শুক্রবার সাত সকালে পরিণীতির ছবি শেয়ার করে নতুন এই ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন দিদি দেশি গার্ল। উল্লেখ্য, প্রিয়াঙ্কার মা মধু চোপড়া অবশ্য দিন কয়েক আগেই পরিণীতি বিয়ের জন্য লস এঞ্জেলস থেকে দিল্লিতে চলে এসেছেন। সঙ্গীত নাইট থেকে এক জমকালো ছবিও শেয়ার করেছেন তিনি।

[আরও পড়ুন: উদয়পুরে সাজ সাজ রব, বোন পরিণীতির বিয়ে ছেড়ে একান্তে ‘ফার্ম লাইফ’ কাটাচ্ছেন প্রিয়াঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement