Advertisement
Advertisement
Priyanka Chopra

দু’পায়ে বাঁধা ব্যান্ডেজ! প্রিয়াঙ্কার ছবি দেখে কপালে ভাঁজ ভক্তদের, হল কী?

বিধ্বস্ত 'দেশি গার্ল'! চিন্তায় অনুরাগীরা।

Priyanka Chopra shares photo of her bandaged legs | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 12, 2023 12:30 pm
  • Updated:June 12, 2023 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য রোম থেকে ঘুরে এসেছেন। বুলগেরিয়ার হোটেল উদ্বোধনের জন্যই মার্কিন মুলুক থেকে সেখানে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার ব্যান্ডেজ বাঁধা পায়ের ছবি দিয়ে ভক্তদের কপাল ভাঁজ ফেললেন ‘দেশি গার্ল’। হল কী অভিনেত্রীর?

পরনে কালো স্পোর্টস ব্রা, শর্টস। এলোমেলো চুল। চেহারায় ক্লান্তির ছাপ। পায়ের দিকে তাকালেই চোখে পড়বে ব্যান্ডেজ। তাও আবার গোটা পা জুড়ে। প্রিয়াঙ্কার এমন বিধ্বস্ত অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে অনুরাগীরা উদ্বিগ্ন। তাহলে কী পায়ে চোট পেয়েছেন অভিনেত্রী?

Advertisement

নিজেই ফাঁস করলেন সেকথা। আসলে কাজের জন্য একনাগাড়ে এত্ত সফর করেছেন যে, প্রিয়াঙ্কার দুই হাঁটুতে ব্যথা শুরু হয়েছে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, “এই পা দুটোর উপর অনেক চাপ পড়েছে।” আর সেই কারণেই ব্যথা লাঘব করতে দু’ পায়ে ব্যান্ডেজ বেঁধেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

[আরও পড়ুন: ‘করণ জোহর শকুনি, রণবীর দুর্যোধন! জেলে পাঠাব’, এবার আরও নোংরা আক্রমণ কঙ্গনার]

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার ‘সিটাডেল’ সিরিজ। রুশো ব্রাদার্স-এর মতো তাবড় ব্যানারেও বাজিমাত করেছেন ‘দেশি গার্ল’। যেখানে ক্ষুরধার অ্যাকশন সিকোয়েন্স আর তুখড় অভিনয়ে বাজিমাত করেছেন অভিনেত্রী। হলিউডে এখন প্রিয়াঙ্কার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। পশ্চিমী ইন্ডাস্ট্রির একের পর এক কাজ তাঁর হাতে। এরপর ‘হেড অফ স্টেট’ সিরিজে দেখা যাবে তাঁকে।

[আরও পড়ুন: মন্নতের সামনে দাঁড়িয়েই গিনেস রেকর্ড শাহরুখ-ভক্তদের, বিরল দৃশ্যের সাক্ষী ‘বাদশা’ খোদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement