Advertisement
Advertisement

Breaking News

Priyanka Chopra

‘নিককে আমার বাবার মতো লাগে!’, স্বামীকে নিয়ে এমন কেন বললেন প্রিয়াঙ্কা?

পরের সপ্তাহে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড সিরিজ 'সিটাডেল'।

Priyanka Chopra sees her father in hubby Nick Jonas| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 21, 2023 10:32 am
  • Updated:April 21, 2023 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী নিক জোনাসকে নিয়ে বরাবরই উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া। যখনই সুযোগ পান তখনই নিকের প্রশংসায় ভেসে যান। ‘সিটাডেল’ ছবির সাংবাদিক বৈঠকেও ঘটল এমনটা। সাংবাদিকের প্রশ্নে প্রিয়াঙ্কা সোজা জানালেন নিককে দেখে তাঁর বাবার কথা মনে পড়ে!

পরের সপ্তাহে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড সিরিজ ‘সিটাডেল’। সেই ছবির প্রচার নিয়েই এখন ব্যস্ত দেশি গার্ল। সেই প্রচারের ফাঁকেই স্বামী নিক জোনাসকে নিয়ে প্রশংসা করলেন প্রিয়াঙ্কা।

Advertisement

[আরও পড়ুন: বিরাটের মেয়েকে নিয়ে ডেটে যেতে চায় শিশু! ছবি ভাইরাল হতেই জোর ধমক কঙ্গনার]

প্রিয়াঙ্কা বলেন, আমার মা যখন প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন, তখন তিনি বাবার চেয়ে অনেক বেশি রোজগার করতেন। বাবার কখনও তাতে বাধা দেননি। বরং বাবা বলতেন, ‘সব উপার্জন ঘরেই তো আসছে’। নিকের মধ্যেও আমি এই গুণটা দেখি। আমার সাফল্যে ও হীনম্মন্যতায় ভোগে না। বরং আমার সাফল্যে আমার চেয়েও ওর উৎসাহ কয়েক গুণ বেশি।’’ প্রিয়াঙ্কার কথায়, নিকের এই গুণটাই আমাকে আরও বেশি তাঁর কাছে নিয়ে যায়।

[আরও পড়ুন: পামেলা চোপড়ার প্রতি শ্রদ্ধা,’কিসি কা ভাই কিসি কি জানে’র প্রিমিয়ার বাতিল করলেন সলমন ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement