সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের হিজাব প্রতিবাদের উত্তাপ এবার পৌঁছে গেল ইউরোপীয় সংসদেও। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইউরোপীয় সংসদে এক সুইডিশ ইউরো সাংসদ তাঁর চুল কেটে ফেললেন। আবির আল-সাহলানির এই কাজের ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউরোপিয়ান ইউনিয়নকে আহ্বানও জানালেন তিনি। এভাবে সারা পৃথিবী থেকে অনেকেই ইরানের মহিলাদের প্রতি সমর্থন জানিয়েছেন। সেই তালিকায় এবার ঢুকে পড়লেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও (Priyanka Chopra)। সোশ্যাল মিডিয়ায় তিনি ইরানের মহিলাদের প্রতি তাঁর সমর্থনের কথা জানালেন। সেই সঙ্গে জানালেন, সে দেশের মহিলাদের সাহস তাঁকে বিস্মিত করেছে। তিনি হতবাক হয়ে গিয়েছেন, কীভাবে তাঁরা রাস্তায় নেমে এত অত্যাচারের মুখে প্রতিবাদ করছেন, তা দেখে। প্রিয়াঙ্কার ভাষায়, ‘দীর্ঘ দিন ধরে জোর করে চেপে রাখা হয়েছিল যে গলার স্বর, তা এখন কথা বলতে শুরু করেছে’। প্রিয়াঙ্কা চোপড়া মহিলাদের কাছে আবেদন জানিয়েছেন, এই প্রতিবাদে শামিল হওয়ার। তাঁর মতে, সংখ্যা একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিবাদীদের সংখ্যা যত বাড়বে, তত বাড়বে প্রতিবাদের শক্তি।
অন্যদিকে, মহিলা সাংসদ সাহলানি বলেছেন, “আমরা, ইইউ-এর জনগণ এবং নাগরিকরা, ইরানে মহিলা ও পুরুষদের বিরুদ্ধে যে সমস্ত হিংসা চলছে, নিঃশর্তে এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানাচ্ছি। ইরান মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের ক্রোধ নিপীড়কদের থেকেও বেশি হবে। যতক্ষণ না আপনারা, ইরানের মহিলারা মুক্ত হবেন, আমরা আপনাদের পাশে দাঁড়াব।” এই জোরালো মন্তব্যের পরই তিনি একটি কাঁচি বের করে নিজের চুল কাটতে কাটতে চিৎকার করে বলেন, “নারী, জীবন, স্বাধীনতা!” শুধু চুল কেটে ফেলাই নয়, ‘ইইউ’-এর কূটনৈতিক প্রধান জোসেফ বোরেল, ইরানের মহিলাদের পক্ষে অবস্থান নেননি বলে, তাঁকে অভিযুক্তও করেছেন। তিনি বলেন, “এখন মুখ খোলার সময় এসেছে। ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। ইরানের শাসকদের হাত রক্তে লাল হয়ে গিয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.