Advertisement
Advertisement

Breaking News

Priyanka Chopra

দেশের বাড়ি বিক্রি দেশি গার্লের, বলিউডেও অনীহা! পাকাপাকিভাবে ভারত ছাড়লেন প্রিয়াঙ্কা?

বছর দুয়েক আগে মুম্বইয়ের আরও ২টি ফ্ল্যাট বিক্রি করেন অভিনেত্রী।

Priyanka Chopra offloads apartments worth Rs 6 crore in Mumbai | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 18, 2023 4:47 pm
  • Updated:November 18, 2023 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে বিয়ে করার পর থেকেই দেশি গার্ল ‘পরদেশি’ হয়ে গিয়েছেন…, অনুরাগীমহলে এমন আক্ষেপ মাঝেমধ্যেই শোনা যায়। উপরন্তু বলিউডের পর্দাতেও তাঁকে দেখা যায় না বহু বছর। পশ্চিমী বিনোদুনিয়াতে ইতিমধ্যেই নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন। পাশাপাশি মুম্বইয়ের বিষয় আশয়ও একে একে বিক্রি করে দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে যে, তাহলে কি এবার পাকাপাকিভাবে ভারত থেকে পাততাড়ি গোটাতে চলেছেন অভিনেত্রী?

বছর তিনেক আগেই মুম্বইয়ের লোখান্ডওয়ালার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন প্রিয়াঙ্কা। ভার্সোভার জোড়া ফ্ল্যাটও বিক্রি করেছেন ২০২১ সালে। এবার শোনা গেল, আন্ধেরির করণ অ্যাপার্টমেন্ট টাওয়ারের ৯ তলার বড় একটি ফ্ল্যাটও বিক্রি করে দিয়েছেন অভিনেত্রী। তাও আবার ২,২৯২ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট জলের দরে মাত্র ৬ কোটি টাকায় বিক্রি করে দিলেন। প্রিয়াঙ্কা চোপড়ার তরফে তাঁর মা মধু চোপড়াই লেনদেন সামলেছেন। আর বিক্রিও করেছেন এক বলিউড পরিচালককে।

Advertisement

[আরও পড়ুন: ‘কিসিং মাস্টার’ ইমরানকে প্রকাশ্যেই চুম্বন সলমনের, ‘টাইগার’-এর কীর্তিতে তাজ্জব ক্যাটরিনা]

কার কাছে আন্ধেরির ফ্ল্যাট বিক্রি করলেন প্রিয়াঙ্কা? জানা গিয়েছে, পরিচালক অভিষেক চৌবের হাতেই তুলে দিয়েছেন নিজের বাড়ির নথিপত্র। যিনি বলিউডে ‘উড়তা পাঞ্জাব’, ‘সঞ্চিরিয়া’র মতো একাধিক সিনেমা পরিচালনা করেছেন। অক্টোবর ২৩ এবং ২৫ তারিখে রেজিস্ট্রেশনের কাজ সেরেছেন অভিষেক। মুম্বইয়ের একের পর এক ফ্ল্যাট, সম্পত্তি যেভাবে বিক্রি করে দিচ্ছেন প্রিয়াঙ্কা, তাতে প্রশ্ন উঠেছে যে তাহলে কি অভিনেত্রী দেশ ছেড়ে পাকাপাকিভাবে মার্কিন মুলুকেই থাকতে চলেছেন?

[আরও পড়ুন: বাদশা নন, এবার বুর্জ খলিফার চূড়ায় রণবীর রাজ! ৬০ সেকেন্ডেই খেল দেখাল ‘অ্যানিম্যাল’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement