Advertisement
Advertisement
Nick Priyanka

জল পড়ছে, পলেস্তারা খসছে! লস অ্যাঞ্জেলসের বাড়ি ছাড়লেন নিক-প্রিয়াঙ্কা, মামলাও দায়ের করলেন

নিক-প্রিয়াঙ্কার ১৫০ কোটির বাড়ি বসবাস অযোগ্য!

Priyanka Chopra, Nick Jonas Vacate Their Los Angeles Home, File Case Against Seller | Sangbad Pratidin

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:February 1, 2024 2:03 pm
  • Updated:February 1, 2024 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেই লস অ্যাঞ্জেলসে বিলাসবহুল বাংলো কিনেছিলেন নিক-প্রিয়াঙ্কা। যা দেখলে চোখ ধাঁধিয়ে জোগাড় হত! দামও সেরকম। ২.৫ মিলিয়ন ডলার। সেই বিলাসবহুল বাংলোই কিনা একেবারে বসবাস অযোগ্য হয়ে উঠেছে। জল লিক করে এরকম পরিস্থিতি যে বসার ঘরের সমস্ত ডিজাইনার আসবাব নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক যেন দুঃস্বপ্ন! বাধ্য হয়ে এবার লস অ্যাঞ্জেলসের সেই বিলাসবহুল বাড়ি ছেড়ে দিচ্ছেন নিক-প্রিয়াঙ্কা (Priyanka Chopra, Nick Jonas)।

Advertisement

[আরও পড়ুন: ব্যবসা না হোক! তবুও জাতীয় পুরস্কারের মঞ্চে দেশের সেরা বাঙালি পরিচালকরাই, উচ্ছ্বসিত সৃজিত]

শুধু তাই নয়, যে মালিক লস অ্যাঞ্জেলসের ওই বাংলো (Nick-Priyanka Los Angeles Home) তাঁদের গছিয়ে দিয়েছেন মিথ্যে বলে, সেই ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০২৩ সালের মে মাসেই ওই মামলা দায়ের করেন তিনি। কোথাও জল চুইয়ে পড়ছে। সুইমিং পুলের পাশ থেকে জল লিকেজ হচ্ছে। যার জেরে বার্বিকিউ এরিয়া পুরো নষ্ট হয়ে গিয়েছে। বসবাস অযোগ্য তো বটেই, এমনকী ওই বাড়িতে থাকলে শরীর-স্বাস্থ্য খারাপ হওয়ার জোগাড়ও হচ্ছে তারকাদম্পতির।

হলিউড মাধ্যম সূত্রে খবর, ৭টি শয়নকক্ষ, ১১টি বাথরুম, বিশাল সুইমিং, সুদৃশ্য ভিউ, স্পা, দারুণ ইন্টেরিয়র ডিজাইন করা সেই বাংলোর এমন পরিস্থিতি যে থাকা দায় হয়ে উঠেছে তারকাদম্পতির। উল্লেখ্য, লস অ্যাঞ্জেলসের এই বাড়িতেই পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি করতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। নিউইয়র্কেও নিক-প্রিয়াঙ্কার একটি বাড়ি রয়েছে।

[আরও পড়ুন: ‘হীরামাণ্ডি’র ফার্স্টলুক টিজারেই বাজিমাত বনশালির, দাপুটে গণিকার চরিত্রে মণীষা-সোনাক্ষীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement