Advertisement
Advertisement

Breaking News

Priyanka Chopra

নিরাপত্তাবলয় ভেঙে সেলফি তুলতে এগিয়ে এলেন অনুরাগী, রেগে লাল প্রিয়াঙ্কা, ভিডিও ভাইরাল

পরিণীতির বাগদান অনুষ্ঠানে হাজির প্রিয়াঙ্কা।

Priyanka Chopra Looks ANGRY After Two Men Break Security| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 13, 2023 1:54 pm
  • Updated:May 13, 2023 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার বিকেল ৫ টা থেকে শুরু পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বাগদান অনুষ্ঠান। ইতিমধ্য়েই দিল্লিতে হাজির হয়েছেন পরিণীতির দিদি তথা প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু দেশে পা রাখতেই মেজাজ হারালেন বলিউডের ‘দেশি গার্ল’।

তা ঠিক কী ঘটল প্রিয়াঙ্কার সঙ্গে?

Advertisement

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বিমানবন্দরে নিরাপত্তাবলয় ভেঙে এক ব্যক্তি প্রিয়াঙ্কার সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে আসেন। ব্যক্তিকে দেখে রীতিমতো রেগেও যান তিনি। বেশ জোরেই ব্যক্তিকে দূরে থাকতে বলেন প্রিয়াঙ্কা।

[আরও পড়ুন: প্রাক্তন ও বর্তমানের হৃদয়ের ধর্মযুদ্ধ! ‘অর্ধাঙ্গিনী’র ট্রেলারে নজর কাড়লেন চুর্ণী-কৌশিক-জয়া]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pallav Paliwal (@pallav_paliwal)

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নয়াদিল্লির কাপুরথলা হাইসে আংটি বদল হবে রাঘব ও পরিণীতির। শোনা যাচ্ছে, শিখ রীতিতেই হবে আংটি বদলের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থাও করা হয়েছে। মোট ১৫০ জন নিমন্ত্রিত রাঘব ও পরিণীতির এই বাগদান অনুষ্ঠানে। বোনের বাগদান অনুষ্ঠানে আমেরিকা থেকে উড়ে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। দিল্লিতে এসেছেন আমাজনের এক্সিকিউটিভ ম্যানেজার থমাস ডার্চকোভিজ। থমাস পরিণীতির খুবই ঘনিষ্ঠ বন্ধু। আসতে পারেন সানিয়া মির্জা, করণ জোহর। সব মিলিয়ে পরিণীতি ও রাঘবের বাগদান পর্বে সাজ সাজ রব।

[আরও পড়ুন: বাংলাদেশেও ‘পাঠান’ ঝড়, প্রথম দিনেই ৪১ টি সিনেমা হলে হাউজফুল শাহরুখের ব্লকবাস্টার ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement