Advertisement
Advertisement

Breaking News

Priyanka Chopra

টাকার লোভে ললিতের সঙ্গে প্রেম! সুস্মিতাকে নিয়ে কটাক্ষের প্রতিবাদে মুখর প্রিয়াঙ্কা চোপড়া

সুস্মিতার পাশে দাঁড়িয়েছেন বিক্রম ভাট, রণবীর সিং ও নেহা ধুপিয়াও।

Priyanka Chopra hails Sushmita Sen for giving it back to trolls over ‘gold digger’ remark | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 18, 2022 4:32 pm
  • Updated:July 18, 2022 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যিই প্রেম নাকি টাকার প্রতি লোভ! সুস্মিতা সেন ও ললিত মোদির প্রেমের খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’ আখ্যা দিয়ে কটাক্ষও শুরু করেছেন নেটিজেনরা। প্রথমে গোটা ব্যাপারটা নিয়ে চুপই ছিলেন সুস্মিতা। তবে সম্প্রতি মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ার পোস্টে।

সুস্মিতা লিখেছেন, “আমাদের চারপাশের পৃথিবীটা কতটা শোচনীয় ও দুঃখবিলাসী হয়ে উঠছে তা দেখলে আমার মন ভেঙে যায়। এই তথাকথিত বুদ্ধিজীবী ও তাঁদের চিন্তাধারা…অশিক্ষিত মানুষগুলোর নিম্নরুচির গসিপ…এমন বন্ধু যাঁদের সঙ্গে আমার কখনও দেখা পর্যন্ত হয়নি… সবাই নিজেদের মহান মতামত জানাচ্ছে আর আমার জীবন ও চরিত্র নিয়ে জ্ঞান দিচ্ছে। ‘গোল্ড ডিগার’ বলে সুবিধা আদায় করছে। এরা কিন্তু বেশ বুদ্ধিমান। আমি সোনার থেকে অনেক বেশি কিছু পেতে চাই। আর তাই সবসময় হীরে পছন্দ করি। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমিই সেগুলো নিজের জন্য কিনি।”

Advertisement

[আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে ট্রাফিক সিগন্যালে করিনা! দিল্লি পুলিশের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া]

আর এবার গোটা ঘটনায় সুস্মিতার পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সুস্মিতার সমর্থনে কথা বলে নেটিজেনদের একহাত নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘সবাইকে দেখিয়ে দাও, রানির মতো মাথা উঁচু করে থাক!’

তবে শুধু প্রিয়াঙ্কা নয়। সুস্মিতার (Sushmita Sen) পাশে দাঁড়িয়ে নেটিজেনদের কটাক্ষের বিরোধিতা করেছেন রণবীর সিং। এমনকী, সুস্মিতার প্রাক্তন বয়ফ্রেন্ড বিক্রম ভাটও স্পষ্ট জানিয়েছেন, ‘সুস্মিতার মতো বিচক্ষণ মানুষ আর হয় না, সুস্মিতা কখনই গোল্ড ডিগার নয়! টাকা নয়, ভালবাসার লোভি সুস্মিতা। সুস্মিতাকে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়াও।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

সুস্মিতার সঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের কথা জানান ললিত মোদি। সেখানে সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেছিলেন তিনি। তাঁর এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, সুস্মিতাকে গোপনে বিয়েই করে ফেলেছেন ললিত মোদি। তবে গুঞ্জনে জল ঢেলে ললিত টুইটে লেখেন, ”ভালবাসা মানেই বিয়ে নয়। ভগবানের কৃপায় হয়তো সেটাও হবে। আমি শুধু সবাইকে জানাতে চাই, আমরা একসঙ্গে রয়েছি!”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

ললিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন সুস্মিতাও। দুই মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি লেখেন, “বিবাহিত নই, কোনও আংটি নেই…শুধু ভালবাসায় আবদ্ধ। অনেক সাফাই দেওয়া হয়েছে…এবার জীবন এবং কাজের মাঝে ফেরার পালা। প্রতিটা মুহূর্তে আমার আনন্দের সঙ্গী হওয়ার জন্য অনেক ধন্যবাদ, আর যাঁরা তা হতে পারেননি এটা অবশ্য তাঁদের মাথা ঘামানোর বিষয় নয়। সবাইকে ভালবাসা। ”

[আরও পড়ুন: ললিত মোদির সঙ্গে নাম জড়িয়ে ‘নিম্নরুচির গসিপ’, নিন্দুকদের কড়া জবাব সুস্মিতা সেনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement