Advertisement
Advertisement
Priyanka Chopra Daughter

কার মতো দেখতে প্রিয়াঙ্কার মেয়েকে? নতুন ছবি পোস্ট হতেই চর্চা শুরু নেটপাড়ায়

এর আগে এভাবে মেয়ের ছবি পোস্ট করেননি অভিনেত্রী।

Priyanka Chopra finally reveals daughter Malti Marie face, fans say she has Nick Jonas' lips | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 23, 2022 12:46 pm
  • Updated:November 23, 2022 12:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের মিষ্টি ছবি পোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। নিক না প্রিয়াঙ্কা, কার মত দেখছে ছোট্ট মালতী চোপড়া জোনাসকে? তা নিয়ে চলছে জোর তরজা।

Priyanka-Daughter

Advertisement

২০২২ সালের জানুয়ারি মাসে প্রিয়াঙ্কা ও নিকের মেয়ের জন্ম হয়। সারোগেসির মাধ্যমে মা হয়েছেন অভিনেত্রী। নাম রেখেছেন মালতী চোপড়া জোনাস। কাজের ব্যস্ততার মাঝেও মেয়েকে সামলান প্রিয়াঙ্কা। এর আগে তাঁর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে সে ছবিগুলিতে ভালবাসার ইমোজি দিয়ে মেয়ের মুখ ঢেকেছেন। এবার যে ছবিটি প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাতে মালতীর মুখের বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে। এতেই আপ্লুত অনুরাগীরা।

Priyanka-Insta-story

[আরও পড়ুন: বাবার আবার বিয়ে? ভিডিও দেখে মাথায় হাত দিতিপ্রিয়ার, তারপর…]

টুপি দিয়ে মালতীর মুখটা নাকের সামান্য উপর দিয়ে ঢাকা রয়েছে। তবে তার লালচে গাল ও মিষ্টি ঠোঁট দু’টি দেখা যাচ্ছে। তা দেখেই এক পক্ষের দাবি, মেয়েকে একেবারে তার বাবা নিক জোনাসের (Nick Jonas) মতো দেখতে হয়েছে। আরেক পক্ষ আবার দাবি করছেন, মালতীর গাল দু’খানি একেবারে প্রিয়াঙ্কার মতোই হয়েছে।

Priyanka Nick

২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে প্রেমের খবর প্রকাশ্যে আসে। সে বছরের জুলাই মাসে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন নিক। প্রেমিক দশ বছরের ছোট হলেও তাঁর প্রস্তাব ফিরিয়ে দেননি প্রিয়াঙ্কা। ২০১৮ সালের ডিসেম্বর মাসেই বিয়ে সারেন দু’জনে। রাজস্থানে সেজে উঠেছিল বিবাহ বাসর। বিয়ের চার বছর পর মা হয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। কিছু অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী। তারপর ফেরেন আমেরিকার বাড়িতে। বাড়ি ফিরেই মেয়েকে আদরে ভরিয়ে দেন প্রিয়াঙ্কা। সেই ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

[আরও পড়ুন: ‘অনেকদিন তো হল, তাড়াতাড়ি চলে আয় বুনু’, কাতর আরজি ঐন্দ্রিলার দিদির লেখায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement