Advertisement
Advertisement

Breaking News

Priyanka Chopra

শুটিং ফ্লোর থেকে রক্তাক্ত ছবি পোস্ট প্রিয়াঙ্কার! হঠাৎ কী হল?

এই মুহূর্তে ফ্রান্সে 'হেডস অফ স্টেট' সিরিজের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

Priyanka Chopra drops a blood-clad photo from the sets of 'Heads Of State'
Published by: Akash Misra
  • Posted:April 17, 2024 1:32 pm
  • Updated:April 17, 2024 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখের একপাশ রক্তজমাট বেঁধে রয়েছে। চোখে মুখে ক্লান্তির ছাপ। সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুরাগীদের রীতিমতো চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া।  হঠাৎ কী হল দেশিগার্লের?

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। এই মুহূর্তে ফ্রান্সে হেডস অফ স্টেট সিরিজের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই অ্য়াকশন দৃশ্যের শুটিংয়ে রক্তাক্ত মেকআপে ছবি পোস্ট করেছেন তিনি। ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখলেন, জানি না আর কতবার রক্তাক্ত হতে হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘কবে হারিয়েছ ভার্জিনিটি?’, ছেলেকে প্রশ্ন মালাইকার, পেলেন মোক্ষম জবাব]

জানা গিয়েছে, ফ্রান্সে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে রয়েছে তাঁর মেয়ে মালতিও। ছবি শুটিংয়ের ফাঁকে মালতির সঙ্গে সময়ও কাটাচ্ছেন তিনি। ফ্রান্সে এদিক ওদিকে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে মা ও মেয়েকে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। মুম্বইয়ে এসে প্রথমে ফারহান আখতার ও পরে সঞ্জয়লীলা বনশালির সঙ্গে একান্তে দেখাও করেন অভিনেত্রী। সূত্র বলছে, ফারহান আখতারের সঙ্গে ‘জি লে জারা’ ছবি নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। যে ছবিতে অভিনয় করার কথা ছিল আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের। তবে ছবি শুরুর আগেই প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনা ছবি ছেড়েছেন। সেই ‘জি লে জারা’ নিয়েই ফের নাকি ফারহানের সঙ্গে কথা বলেছেন বলিউডের দেশিগার্ল।

‘কোয়ান্টিকো’র পর থেকে হলিউডে মন দিয়েছেন প্রিয়াঙ্কা। আর মন দিয়েছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে। ১০ বছরের ছোট নিকের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা। অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক। বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কা। ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী। রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজন হয়। সেখানেই হিন্দু ও খ্রিস্টান মতে নিককে বিয়ে করেন তিনি। বিয়ের পর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। এর মধ্যে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন। শেষ তাঁকে কিয়ানু রিভসের ‘দ্য ম্যাট্রিক্স রেসারেকশন’ ছবিতে দেখা গিয়েছিল।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কাছে প্রেক্ষাগৃহের অনুরোধ চিরঞ্জিতের, কেন হচ্ছে না? মুখ খুললেন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement