Advertisement
Advertisement
Priyanka Chopra

মেয়ে বদল! মেয়েকে নিয়ে মাতৃদিবসের পোস্ট করতে গিয়ে বিপাকে প্রিয়াঙ্কা

কী কেলেঙ্কারিটাই না করে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া।

Priyanka Chopra deleted mothers day Post
Published by: Akash Misra
  • Posted:May 13, 2024 9:22 pm
  • Updated:May 13, 2024 10:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! তাড়াহুড়ো করতে গিয়ে, কী কেলেঙ্কারিটাই না করে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া। শেষমেশ, ডিলিট করেই শান্তি।

কাণ্ডটা একটু বিশদে বলা যাক। রবিবার মাতৃদিবসের দিন সেলেব্রিটিরা প্রায় সবাই নানারকম পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। সেই নিয়ম মেনে প্রিয়াঙ্কাও করলেন। কিন্তু এখানেই গণ্ডগোল। প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামে মালতীর জায়গায় দেখা গেল অন্য শিশুকে! প্রিয়াঙ্কার এমন কাণ্ড দেখে যখন হইচই নেটপাড়ায়। ঠিক তখনই বুদ্ধি ফিরল। একটুও দেরি না করে, প্রিয়াঙ্কা ইনস্টাগ্রাম থেকে মুছে দিলেন সেই ছবি।

Advertisement

অনেকেরই মনে করছেন ছবিটি প্রিয়াঙ্কার ভাসুর জো জোনাসের মেয়ের ছবি। কিন্তু হঠাৎ কেন ভাসুরের মেয়ের ছবি দিতে গেলেন মাতৃদিবসে? তা নিয়ে এর মধ্যেই শুরু হয়েছে জলঘোলা। অনেকেরই ধারণা অভিনেত্রীর ইনস্টাগ্রামে ভুলবশত তাঁর টিম থেকে এই পোস্ট হয়ে যায়।

[আরও পড়ুন: ‘পার্থ ভৌমিককে ভোট দিন’, রাজের সঙ্গে ভোটপ্রচারের গাড়িতে গলা ফাটালেন ‘মিঠাই’ সৌমিতৃষা!]

প্রসঙ্গত, বলিউড ছবি থেকে প্রায় গায়েব প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বেশিরভাগ সময়টা থাকেন মার্কিন মুলুকেই। সেখানেই নানা বিজ্ঞাপনের কাজ, হলিউডি ছবিতে অভিনয়। অনেকেই মনে করেছিলেন বলিউডের ‘পিগি চপস’ হিন্দি ছবিকে একেবারেই টা টা বাই বাই করেছেন।

‘কোয়ান্টিকো’র পর থেকে হলিউডে মন দিয়েছেন তিনি। আর মন দিয়েছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে। ১০ বছরের ছোট নিকের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা। অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক। বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কা। ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী। রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজন হয়। সেখানেই হিন্দু ও খ্রিস্টান মতে নিককে বিয়ে করেন তিনি। বিয়ের পর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। এর মধ্যে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন। শেষ তাঁকে কিয়ানু রিভসের ‘দ্য ম্যাট্রিক্স রেসারেকশন’ ছবিতে দেখা গিয়েছিল।

[আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গের মামলায় জড়িয়েছেন! সোম সকালে ভোট দিয়ে বেরিয়েই আল্লু অর্জুন বললেন…]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement