Advertisement
Advertisement

Breaking News

Priyanka Chopra

মালতীকে কোলে করে মুম্বইয়ে পা রাখলেন প্রিয়াঙ্কা, আচমকা দেশে এলেন কেন?

আগামী ১০ দিন মুম্বইয়েই থাকবেন প্রিয়াঙ্কা।

Priyanka Chopra asks Malti Marie to wave to paps at Mumbai airport
Published by: Akash Misra
  • Posted:March 15, 2024 9:43 am
  • Updated:March 15, 2024 9:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোন মীরা চোপড়ার বিয়েতে না আসতে পারলেও, ঠিক তার দুদিন পরেই মুম্বইয়ে পা রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে তাঁর মেয়ে মালতী। মুম্বই বিমানবন্দর থেকে মালতীকে কোলে নিয়ে বের হতেই পাপারাজ্জিদের মধ্যে শোরগোল। ক্যামেরার সামনে মেয়েকে নিয়ে পোজও দিলেন প্রিয়াঙ্কা। তা আচমকা এদেশে কী কেন এলেন দেশি গার্ল?

প্রিয়াঙ্কা জানিয়েছেন, ১০ দিন তিনি ভারতে থাকবেন। হাতে নাকি রয়েছে বেশ কিছু প্রোজেক্ট। তবে তা নতুন সিনেমা নয়, বরং কিছু ব্র্যান্ডের হয়ে কাজ করতেই তিনি দেশে এসেছেন। সূত্র বলছে, এই কাজের ফাঁকে নাকি বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে বৈঠকে বসবেন প্রিয়াঙ্কা। শোনা যাচ্ছে, আলাদা করে দেখা করবেন সঞ্জয়লীলা বনশালির সঙ্গেও।

Advertisement

[আরও পড়ুন:‘দেব মিথ্যেবাদী, কাটমানির সাংসদ’, প্রচারে বেরিয়ে নজিরবিহীন আক্রমণে হিরণ]

প্রসঙ্গত, বলিউড ছবি থেকে প্রায় গায়েব প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বেশিরভাগ সময়টা থাকেন মার্কিন মুলুকেই। সেখানেই নানা বিজ্ঞাপনের কাজ, হলিউডি ছবিতে অভিনয়। অনেকেই মনে করেছিলেন বলিউডের ‘পিগি চপস’ হিন্দি ছবিকে একেবারেই টা টা বাই বাই করেছেন।

‘কোয়ান্টিকো’র পর থেকে হলিউডে মন দিয়েছেন তিনি। আর মন দিয়েছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে। ১০ বছরের ছোট নিকের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা। অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক। বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কা। ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী। রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজন হয়। সেখানেই হিন্দু ও খ্রিস্টান মতে নিককে বিয়ে করেন তিনি। বিয়ের পর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। এর মধ্যে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন। শেষ তাঁকে কিয়ানু রিভসের ‘দ্য ম্যাট্রিক্স রেসারেকশন’ ছবিতে দেখা গিয়েছিল।

[আরও পড়ুন: তর্ক হবে বলে পোডিয়াম, আসলেন না বিজেপির কেউ, ‘হাটে হাঁড়ি ভেঙেছি’, দাবি অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement